বাংলা হান্ট ডেস্ক : লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) আগেই বড়সড় ঝটকা দিল তৃণমূল সাংসদ অভিনেতা দেব (Dev)। নির্বাচনের আগেই কি দলের থেকে দূরত্ব বাড়াতে চাইছেন? নাকি এর পেছনেও রয়েছে অন্য কোনও কারণ? ৩টি সরকারি কমিটি থেকে দেবের আচমকা পদত্যাগ (Resignation) ঘিরে শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সিপিএমের কথায়, দেব নাকি আর সাংসদ পদেই দাঁড়াতে চাইছেনা। তাকে নাকি জোর করে প্রার্থী করা হচ্ছে। সত্যিই কি তাই?
আসলে সদ্যই ৩টি সরকারি কমিটি থেকে পদত্যাগ করেছেন তৃণমূল সাংসদ অভিনেতা দেব। সূত্রের খবর, দেব যে তিনটি কমিটি থেকে নিজের নাম তুলে নিয়েছেন সেগুলি হল ঘাটাল (Ghatal) রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ। তারপর থেকেই রীতিমত শোরগোল বঙ্গ রাজনীতিতে।
এইদিন দেবের পদত্যাগ প্রসঙ্গে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী তো বলেই দিলেন, ‘তৃণমূল কংগ্রেসে যে কোনও ভদ্র লোক যেভাবে রাজ্য় চলছে, প্রশাসন চলছে, তৃণমূল চলছে তাতে তাঁদের কারুর ভাল লাগার কথা নয় যদি কেউ ভদ্র লোক থাকেন। বিরক্তি হওয়ারই কথা। সাংসদ হিসেবে দাঁড়াতে চান না। কিন্তু, দাঁড়াতে না চাইলেও মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলে দিয়েছেন উনি প্রার্থী।’ এখন প্রশ্ন হল, দেবের পদত্যাগের আসল কারণ কী?
দেবের রাজনৈতিক কেরিয়ারের কথা বললে, ২০১৪ এবং ১০১৯ সালে তৃণমূলের টিকিটে ঘাটাল থেকে মোট দু’বার জয়লাভ করেছেন তিনি। অথচ এই দেবকেই নন্দনে ‘প্রজাপতি’র শো নিয়ে কম ঝামেলা পোহাতে হয়নি। তবে কি দলের অসহযোগীতার কারণেই এই সিদ্ধান্ত? আপাতত এই বিষয়ে মুখ খোলেননি তৃণমূল সাংসদ দেব।
আরও পড়ুন : মানবিকতার নজির, অন্তঃসত্ত্বাকে কাঁধে চাপিয়ে ৫ ঘন্টা বরফের রাস্তা পেরোলেন জওয়ানরা, স্যালুট দেশবাসীর
তবে লোকসভা নির্বাচনের আগে দেবের এই পদত্যাগ যে দলের জন্য খুব একটা ভালো খবর নিয়ে আসবেনা সেকথা বলাই বাহুল্য। ইতিমধ্যেই মোদীর বিজয়রথ থামাতে একাধিক বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া থেকে শুরু করে আবাস যোজনা সবকিছু নিয়েই আওয়াজ তুলেছে রাজ্য সরকার। আর এমন পরিস্থিতিতে শাসকদলের এক গুরুত্বপূর্ণ সাংসদের পদত্যাগ খুব একটা ভালো চোখে দেখছেনা রাজনৈতিক মহল।