বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে ২০১১ সালে। এই দীর্ঘ ১২ বছর ধরে আবাস যোজনা থেকে শুরু করে একাধিক সরকারি কাজ, তৃণমূল নেতা মন্ত্রীদের বিরুদ্ধে কাঠ মানি খাওয়ার অভিযোগ লাগাতার প্রকাশ্যে এসেছে। সেই ধারা অব্যাহত রেখেই সামনে আরেক কাহিনী। এবার কাটমানি নিয়ে নিজেদের মধ্যেই ঝামেলায় জড়ালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান (Trinamool Panchayat Pradhan)!
নানুর বিধানসভার অন্তর্গত কসবা (Kasba) গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমরম এর বিরুদ্ধে ঠিকাদার সহ সাধারণ গ্রামবাসীদের কাছ থেকে বিভিন্ন কাজের জন্য কাট মানি চাওয়ার অভিযোগ। আর গোটা ঘটনাই ঘটল একেবারে পঞ্চায়েত (Panchayat) অফিসে নিজের চেয়ারে বসে। ইতিমধ্যেই ভাইরাল সেই মুহূর্তের ভিডিও (Viral Video)।
ভিডিওতে দেখা যাচ্ছে প্রধান প্রতিমা হেমরম পাশে দাঁড়িয়ে থাকা এক কন্টাকটার সহ গ্রামবাসীদের কাছে একটি কাজের জন্য কমিশন দাবি করছে। সেখানেই তিনি বলছেন সবাইকে টাকা দেওয়া হচ্ছে কিন্তু সই করার সময় প্রধান আর প্রধানই কোন টাকা পাবে না , পাশাপাশি তিনি বলছেন বাড়ি থেকে তেল পুড়িয়ে পঞ্চায়েত পর্যন্ত আমি আসি এমনি এমনি।
আর এই ভাইরাল ভিডিও নিজেই তুঙ্গে রাজনৈতিক তরজা। একেবারে পঞ্চায়েত অফিসে বসে ঘুষ চাওয়ার অভিযোগ! বিরোধীরা আবার বলছেন, এই রীতি মেনেই তৃণমূলের সমস্ত নেতারা কাজ করেন। যদিও ভাইরাল হওয়া সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বাংলাহান্ট।
ভিডিও প্রসঙ্গে কসবা গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিমা হেমরমের সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। যদিও এই নিয়ে বীরভূম জেলা সিপিএমের সম্পাদক গৌতম ঘোষ বলেন, “তৃণমূলের আসল রূপ ফুটে উঠেছে। উনি স্পষ্টই বলেছেন উনি এখানে রোজগার করতে এসেছেন।” সুর চড়িয়েছে গেরুয়া বাহিনীও। এই প্রসঙ্গে তৃণমূলকে জোর কটাক্ষ করে বিজেপি নেতা দীপক দাস বলেন, “সবই তো ভগবানের দয়ায় চলছে।”