২ লক্ষ কর্মসংস্থানের আশ্বাস! ত্রিপুরা ভোটের ১১ দিন আগে ইস্তেহার প্রকাশ তৃণমূলের

বাংলাহান্ট ডেস্ক : আর মাত্র ১১ দিন বাকি ত্রিপুরা (Tripura) বিধানসভা ভোটের। তার আগে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) রবিবার প্রকাশ করল তাদের ইস্তেহার। পশ্চিমবঙ্গের মতোই উচ্চশিক্ষায় পড়ুয়াদের ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি রয়েছে এই ইস্তেহারে। দেখে নিন আর কি কি রয়েছে তৃণমূলের ইস্তেহারে।

ত্রিপুরার বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হবে আগামী ১৬ই ফেব্রুয়ারি। তার আগে তৃণমূলের পক্ষ থেকে প্রকাশ করা ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২ লক্ষ কর্মস্থানের। সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু বলেন, “কৃষি প্রধান ত্রিপুরায় বাস্তবায়ন হয়নি কেন্দ্রীয় প্রকল্প।

পাশাপাশি তার আরোও সংযোজন, “আমরা আমাদের ইস্তেহারে কৃষি থেকে শিল্প সবমিলিয়ে দুই লক্ষ MSME এর কথা বলেছি। এছাড়াও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বৃত্তিমূলক দক্ষতা তৈরিতে বিশ্ববিদ্যালয়ের। বড় পরিবর্তনের কথা বলেছি স্বাস্থ্য ক্ষেত্রে।” ব্রাত্য বসুর আশ্বাস, বাম-বিজেপির আমলে তলিয়ে যাওয়া ত্রিপুরাকে উন্নয়নের পথে ফিরিয়ে আনাই লক্ষ্য এই ইস্তেহারের।

Tripura

এরপর শশী পাঁজা বলেন, “পরিসংখ্যান আপনারা যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন কোভিড কালেও পশ্চিমবঙ্গ এগিয়েছে। বেকারত্বের হার কমেছে বাংলায়।” শশী পাঁজা বক্তব্যের সময় তুলে আনেন লক্ষীর ভান্ডার থেকে কন্যাশ্রীর মতো একাধিক সরকারি প্রকল্পের কথা। এদিন সাংবাদিকদের সাথে কথা বলার সময় শশী পাঁজা বলেন ত্রিপুরার উন্নয়নের রূপরেখা তারা তৈরি করে ফেলেছেন।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর