‘I.N.D.I.A আসার আগে NDA তো ঘুমিয়ে ছিল’, বেনজির কটাক্ষ তৃণমূল মুখপাত্রের

বাংলা হান্ট ডেস্ক : ভোট (Lok Sabha Election 2024) প্রাক্কালে সমস্ত রাজনৈতিক দলই এখন একে অপরের দিকে আঙুল তুলতে ব্যস্ত। কেউ শাসকদলের ত্রুটি খুঁজে পাচ্ছে তো কেউ আবার ত্রুঠি খুঁজছে বিরোধীদের। আর এইদিন প্লাস এবং বাংলা হান্ট আয়োজিত এক আলোচনা সভায় হাজির হয়ে বিষ্ফোরক সব দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় (Pradipta Mukhopadhyay)।

বিজেপির অভ্র সেনের মন্তব্যের জের ধরেই তিনি নিজের বক্তৃতা শুরু করলেন তিনি। বহিরাগত ইস্যুতে সংবিধানের ১৮ নম্বর ধারার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আপনি নামের আগে কোনও উপাধি ব্যবহার করতে পারবেন না। কিন্তু বিজেপি লিস্টে তিনটি নাম এমন আছে যার একটি নামের আগে আছে ‘রাজমাতা’, একটা নামের আগে লেখা রয়েছে ‘জাস্টিস’।’ এসব ছাড়াও অরুণাচলের প্রসঙ্গ টেনে তোপের পর তোপ দাগেন তৃণমূল মুখপাত্র।

প্রদীপ্তর সংযোজন, ‘আপনারা জানেন, সেক্যুলার ফরম্যাটটাকে ভেঙে দেওয়া হচ্ছে এবং জোর গলায় বলা হচ্ছে বিশেষ কিছু নাম না বললে গায়ে গরম জল ছুঁড়ে দেওয়া হবে।’ তার নিশানা যে ‘জয় শ্রীরাম’ স্লোগানকে নিয়ে ছিল একথা বলাই বাহুল্য। তৃণমূল মুখপাত্রের অভিযোগ, মানুষের বাকস্বাধীনতাও নাকি হরণ করতে চায় বিজেপি। তিনি বলেন, ‘১৯ নম্বর ধারা অনুযায়ী, আমাদের কথা বলার স্বাধীনতাকেও বারবার হরণ করা হয়।’

আরও পড়ুন : ‘এ তো সার্কাস’! I.N.D.I.A জোটকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য পেশ অভ্র সেনের

একই সাথে NDA জোট নিয়েও প্রশ্ন তুলেছেন প্রদীপ্ত। তার মতে, ইন্ডিয়া জোট তৈরির আগে NDA ঘুমিয়ে ছিল। জোট তৈরি হতেই তড়িঘড়ি ঘুম ভাঙ্গে জোটের। প্রদীপ্ত বলেন, ‘গত পাঁচ বছরে NDA-র কটা বৈঠক হয়েছে তা যদি কেউ বলে দিতে পারে আমি কৃতার্থ হব।’ এরপরেই রিপাবলিকের প্রসঙ্গ টেনে কটাক্ষ শানিয়ে তিনি বলেন, ‘আজকেই একটা ছবি ভাইরাল হয়েছে। যেখানে লৌহ পুরুষকে সম্মান দেওয়া হচ্ছে। এবং এই সম্মান দেওয়ার সময়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে এবং আমাদের রাষ্ট্রপতি দাঁড়িয়ে।’

আরও পড়ুন : বড় ঝটকা ধোনির দলে, মুস্তাফিজের পর ছিটকে গেলেন কোনওয়েও! বদলে বুড়ো পেসারকে নিল CSK

এখানেই শেষ নয়, এরপর তিনি আরও বলেন, ‘এই হচ্ছে রিপাবলিক যেখানে আমাদের নির্বাচিত রাষ্ট্রপ্রধান হয়েছেন কী না আমাদের জানার কথা আছে। না জাস্টিস, না ইকুয়ালিটি, না ডিগনিটি? এই ডিগনিটিকে কীভাবে নষ্ট করা যায় তা এদের থেকেই শেখা উচিত। তাই শেষ পর্যন্ত ইন্ডিয়া জোটই টিকবে।’ সবে মিলিয়ে দেশের শাসকদলকে তিনি ভালোই কটাক্ষ শানালেন এইদিন।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর