ঘড়ির দাম ১২ লাখ, কলকাতায় রয়েছে একাধিক ফ্ল্যাট! দেবের মত সম্পত্তি কত জানেন? সামনে এল পরিসংখ্যান

বাংলা হান্ট ডেস্ক: টলিউড ইন্ডাস্ট্রি আর ভক্তদের মন সুপারস্টার হিসেবে জয় তো করে নিয়েছিলেন সেই কবেই।অভিনয়, প্রযোজনা পেরিয়ে রাজনীতিতে আসার পরেও মা লক্ষী তাকে দুহাত ভরে দিতে কার্পণ্য করেননি। তাই দুবারের জয়ী সাংসদ , টলিউড সুপারস্টার, তৃণমূলের তারকা প্রার্থী দেব (Dev) লক্ষ্মীবারেই জমা দেন তার মনোনয়ন পত্র। জমা দেন তার সম্পত্তির খতিয়ানও।

দেব গত বছর অর্থাৎ ২০২২-২৩ সালে মোট আয় করেছেন ৪ কোটি ৯৯ লক্ষ ১৫ হাজার ৭৭০ টাকা। ২০২১-২২ সালের হিসেব অনুযায়ী যা প্রায় দ্বিগুণ। মনোনয়ন জমার সময় তাঁর হাতে ছিল ২৬ হাজার ৭৫৮ টাকার ঘড়ি। একাধিক ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তার। যদিও তিনি বিনিয়োগও করেছেন বিভিন্ন ক্ষেত্রে। সব মিলিয়ে তার সম্পত্তির পরিমাণ ১৫ কোটি ৪৮ লক্ষ ১৯ হাজার ৯৪৩ টাকা। পারিবারিক ভাবে থাকলেও দেব নিজে একটিমাত্র গাড়ির মালিক। তার নামে থাকা গাড়ির বর্তমান বাজারমূল্য ১ কোটি ১২ লক্ষ ৪০ হাজার টাকা।

টলিউডের সুপারস্টার তিনি। স্বাভাবিক ভাবেই কিছু তো পার্থক্য থাকবেই অন্যদের থেকে। তা সে আর্থিক ভাবে হোক কিম্বা বিলাসবহুল জীবনযাপন এর দিক থেকে।
দেবের জমা দেওয়া সম্পত্তির খতিয়ানে সবচেয়ে উল্লেখ্যযোগ্য হচ্ছে তাঁর হাতঘড়ির হিসাব। এই তারকা প্রার্থীর কাছে প্রায় ১২ লক্ষ ৫৬ হাজার ৫৪৪ টাকার ঘড়ি রয়েছে। এছাড়া ২ কেজিরও বেশি সোনা রয়েছে। যার বর্তমান বাজারমূল্য ৪৯ লক্ষ ১৮ হাজার ৫৮২ টাকা। তবে দেবের নামে কোনও চাষযোগ্য কিংবা চাষ-অযোগ্য জমি নেই। কিন্তু কিন্তু দক্ষিণ কলকাতায় তাঁর নামে রয়েছে একাধিক ফ্ল্যাট । যার বাজারমূল্য সবমিলিয়ে প্রায় ১৯ কোটি ৯১ লক্ষ ১২ হাজার টাকা।

আরও পড়ুন:ভোটে দাঁড়াচ্ছেন না সোনিয়া, রায়বেরলির প্রার্থী রাহুল! আমেঠিতে কী জামাইবাবু? বড় ঘোষণা কংগ্রেসের

অবশ্য সিনেমা,প্রযোজনা,এবং আরও বিভিন্ন খাতে বিনিয়োগের ফলে তৃনমূলের এই তারকা প্রার্থীর ঋণের বোঝাও নেহাত কম নয়। প্রায় ২ কোটি ৮৬ লক্ষ ৩ হাজার ৯০৭ টাকা ঋণ রয়েছে তাঁর। সম্পত্তির খতিয়ানের নিরিখে বলা যেতেই পারে শুধু পশ্চিম মেদিনীপুরের নয় পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী প্রার্থী দেব।তবে এতো কিছু করার পরেও দেব ভক্তদের অপেক্ষা বড়ো পর্দার মতো জীবনের বাস্তবের মাটিতে দাঁড়িয়ে তিনি কতো বড় বাউন্ডারি মারতে পারেন? এতো কিছুর পরেও তিনি হেরে যাবেন নাকি প্রতিপক্ষদের হারিয়ে এবারেও দেব ‘চ্যালেঞ্জ’ জিতে নিয়ে জয়ের হাসি হাসতে হাসতে ফিরবেন নিজের শহরে, নিজের ভক্তদের কাছে।এখন শুধু সেটাই দেখার বাকি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর