শাসক শিবিরে চাপ বাড়িয়ে গ্রেফতার তৃণমূল ঘনিষ্ঠ স্কুল শিক্ষক, উঠেছে গুরুতর অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ একাধিক ছাত্রী কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার তৃণমূল (All India Trinamool Congress) ঘনিষ্ঠ শিক্ষক। বনগাঁ হাই স্কুলের শিক্ষক অলোক প্রামাণিককে নিয়ে বেশ কিছুদিন ধরে অসন্তোষ চলছিল ছাত্র-ছাত্রীদের মধ্যে। এবার হাতেনাতে ধরা পড়লেন এই গুণধর শিক্ষক। অভিযোগ নিজের স্কুলের এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে ফেসবুকে অশালীন ম্যাসেজ ও কুপ্রস্তাব দিয়ে যাচ্ছিলেন এই শিক্ষক। এরপর এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্র-ছাত্রীরা।

শেষমেশ শনিবার সন্ধ্যেয় শ তিনেক ছাত্র-ছাত্রী এবং পাড়া প্রতিবেশীরা ওই শিক্ষকের বাড়ি ঘেরাও করে প্রতিবাদ শুরু করে। খবর পেতেই ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী। শিক্ষককে সেখান থেকে উদ্ধার করে বনগাঁ থানায় নিয়ে যান ওনারা। এরপর বনগাঁ থানাতে ওই শিক্ষকের বিরুদ্ধে লিখিত ভাবে অভিযোগ দাখিল করে ছাত্র-ছাত্রীরা।

ছাত্র-ছাত্রীরা জানায়, দীর্ঘদিন ধরে এই শিক্ষক স্কুলের ছাত্রীদের সোশ্যাল সাইট এবং হোয়াটসঅ্যাপে কুপ্রস্তাব দিয়ে চলেছে। মাস কয়েক আগে ওই স্কুলেরই এক ছাত্রী ওনার বিরুদ্ধে একই অভিযোগ করেছিল। সেই সময় স্কুলের প্রধান শিক্ষিকার কাছে অভিযোগ করা হলেও কোন সুরাহা হয় নি।

এই ঘটনার রেষ কাটতে না কাটতেই স্কুলের দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে আবারও কু-প্রস্তাব দেন এই শিক্ষক। এই ঘটনার জানাজানি হতেই শনিবার স্কুলের প্রাক্তনরা প্রধান শিক্ষকের কাছে অভিযোগ জানান। যদিও প্রধান শিক্ষক এই ঘটনা থেকে গাঁ ঝাড়া দিয়ে বলেন, মাস তিনেক ধরে স্কুল বন্ধ। আর এটি স্কুলের বাইরের ঘটনা। প্রধান শিক্ষকের কাছ থেকে এরকম মন্তব্য শুনে অবশেষে অলোক প্রামাণিকের বাড়ি ঘেরাও করে ছাত্র-ছাত্রীরা।

স্কুলের পড়ুয়ারা জানায়, অলোক প্রামাণিক এর আগেও এই ঘটনা বেশ কয়েকবার ঘটিয়েছে। তখন ক্ষমা চেয়ে কোনরকম পার পেয়ে গেছে। কিন্তু এবার আর না। অভিজুক্ত শিক্ষকের কড়া শাস্তির দাবিতে বাড়ি ঘেরাও করে পড়ুয়ারা। এমনকি তাঁরা এও জানায় যে, শিক্ষকের সাথে এলাকার তৃণমূল নেতাদের ওঠাবসা রয়েছে বলে বারবার পার পেয়ে যাচ্ছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত শিক্ষক অলোক প্রামাণিককে গ্রেফতার করেছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর