ফের তৃনমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত নানুর,জখম ৪

Published On:

নিজস্ব প্রতিনিধি,বোলপুর,বীরভূমঃ ফের খবরের শিরোনামে নানুর। গতকাল গভীর রাতে তৃনমূল বিজেপি সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বীরভূমের নানুর থানার অন্তর্গত সাঁতলা গ্রাম। রাতভর দুই দলের সংঘর্ষে ওই গ্রামে চলে বোমাবাজি,চলে মারধর। যার জেরে আহত হয় চার বিজেপি কর্মী। আহত বিজেপি কর্মীদের নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।

ছবিঃ থমথমে এলাকা।

বিজেপি কর্মীদের অভিযোগ,“আমরা গ্রামে বিজেপি করি বলেই তৃনমূল আশ্রিত দুস্কৃতিরা গতকাল গভীর রাতে আমাদের গ্রামে বোমাবাজি করে ও আমাদেরকে মারধর করে। যার ফলে আমাদের চার বিজেপি কর্মী আহত হয়।”

ছবিঃ চলছে পুলিশি টহলদারি।

এইদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃনমূল কর্মীরা জানান,‘এই ঘটনার সঙ্গে তৃনমূলের কোন সম্পর্ক নেই। সমস্ত ঘটনাটাই বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। তৃনমূলের নাম খারাপ করার জন্য বিজেপি তৃনমূলকে দোষারোপ করছে।’

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নানুর থানার পুলিশ আসেন। গ্রামে যাতে আর কোনরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইজন্য এখনো ওই এলাকায় চলছে পুলিশি টহলদারি। ঘটনার জেরে আতঙ্কে এলাকাবাসী। থমথমে এলাকা।

সম্পর্কিত খবর

X