ভারতের মধ্যে সর্বোচ্চ হারে টেস্ট করে, করোনাকে মাত দিল বিজেপি শাসিত ত্রিপুরা

বাংলাহান্ট ডেস্কঃ প্রতিদিনই একটু একটু করে করাল হচ্ছে করোনার থাবা। এরই মধ্যে আরো একটি উত্তর পূর্বের রাজ্য করোনাকে হারিয়ে দিল। ত্রিপুরাকে আনুষ্ঠানিক ভাবে করোনা মুক্ত ঘোষণা করল কেন্দ্র। এর আগে উত্তর-পূর্বের আরও চার রাজ্য সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ ও মণিপুরকে করোনা মুক্ত বলে ঘোষণা করা হয়েছিল।

Stanford University Offering CS472 Data science AI for COVID 19
3D illustration of Coronavirus, virus which causes SARS and MERS, Middle East Respiratory Syndrome

জানা যাচ্ছে, ত্রিপুরাতে দুজনের করোনা সংক্রমণ ধরা পড়লে তাদের আইসোলেশনে রেখে সরকার ব্যাপক হারে টেস্টিং শুরু করে৷ পরিসংখ্যান বলছে, ত্রিপুরাতে ৪৪৫০ জনকে পরীক্ষা করে দেখা হয়েছে। এই রাজ্যে জনসংখ্যা প্রায় ৪০ লক্ষ। অর্থাৎ প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ১০৫১ জনকে পরীক্ষা করা হয়েছে। যেখানে ভারতে গড় হিসেবে প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় ৪৭০ জনকে পরীক্ষা করা হয়েছে। সেই হিসেবে সর্বোচ্চ হারে করোনা পরীক্ষা করেছে ত্রিপুরা। গত ১৪ দিনে সেখানে কোনো আক্রান্তের খবর পাওয়া যায়নি।

পাশাপাশি, সারা ভারতে করোনা যন্ত্রণা থেকে সুস্থ হয়ে ওঠার হার 22.7 শতাংশ বর্তমানে দেশে আক্রান্তের সংখ্যা 27 হাজার 892 জন এবং মৃতের সংখ্যা 872 এছাড়াও এখন সম্পূর্ণ মুক্ত দেশের মধ্যেও রয়েছে 297 টি জেলা এবং ঋণ জমি রয়েছে 12 টি জেলা সব মিলিয়ে দেখা যাচ্ছে ধীরে ধীরে করোনা কে জয় করছে ভারত।কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে দেশে গত 24 ঘন্টায় কোনো সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন 381 জন মানুষ সুস্থ হয়েছেন

স্বাস্থ্য মন্ত্রালয়ের সংযুক্ত সচিব লব আগরবাল (Lav Agarwal) দাবি করেছেন, দেশের ১৬ টি জেলা এমন আছে, যেখানে বিগত ২৮ দিনে কোন নতুন মামলা সামনে আসেনি। এই ১৬ জেলার লিস্টে ২৪ এপ্রিল থেকে আরও তিনটি জেলা যুক্ত হয়েছে। ওই জেলা গুলি হল মহারাষ্ট্রের গোন্দিরা, কর্ণাটকের দেবনগিরী আর বিহারের লক্ষ্মীসরাই।


সম্পর্কিত খবর