তৃণমূল ভবনে RSS ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক, বাড়ল দলবদলের জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ একুশে তৃতীয়বার ক্ষমতায় আসার পর বঙ্গ থেকে বিজেপির নাম মুছে দিতে তৎপর হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে শুধু বাংলাতেই না, বিজেপি শাসিত আরও কয়েকটি রাজ্যে গেরুয়া শিবিরকে বিপর্যস্ত করতে তৎপর হয়েছে তৃণমূল। আর সেই রাজ্যগুলির তালিকায় সবার উপরে নাম উঠে এসেছে ত্রিপুরার। বিপ্লবের রাজ্যে বিগত ৫ ধরে কোমর বেঁধে নেমেছে ঘাসফুল শিবির। আর এবার সেই রাজ্যের বিজেপির এক বিধায়ককে নিয়ে তুমুল জল্পনার সৃষ্টি হল।

আর.এস.এস ঘনিষ্ঠ বিজেপি বিধায়ক আশিস দাসকে এদিন কলকাতার তৃণমূল ভবনে দেখা যায়। আর এরপর থেকেই তাঁর দলবলদের জল্পনা বেড়েছে। জানা গিয়েছে যে, তিনি শনিবারই কলকাতায় এসেছেন আর এখানে এসে তিনি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছে। সংঘ ঘনিষ্ঠ বিধায়কের এহেন কাজে আশঙ্কার মেঘ ঘনিয়েছে গেরুয়া শিবিরে।

bjp mla 2

বেশ কিছুদিন ধরেই বেসুরো ছিলেন আশিস দাস। এমনকি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেসবের আদালত অবমাননা মন্তব্যের তীব্র সমালোচনাও করেছেন। এছাড়াও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ ও সিপিএমের কার্যালয় ভাঙার বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। তখন থেকেই তাঁকে নিয়ে জল্পনার সৃষ্টি হয়েছিল। আর এবার সেই জল্পনার আগুনে ঘি পড়ল।

উল্লেখ্য, একুশের নির্বাচনে বাংলায় জয়লাভের পর তৃণমূল এখন বিজেপি শাসিত রাজ্যগুলিকে জয় করার লক্ষ্যে নেমেছে। ইতিমধ্যে ত্রিপুরায় সংগঠন মজবুত করার কাজে নেমে পড়েছে তাঁরা। এছাড়াও বিজেপি শাসিত গোয়াতেও তৎপর হয়েছে ঘাসফুল শিবির। এমনকি সেই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দলে নিয়ে বিজেপিকে হারানোর হুঙ্কার দিয়েছে তৃণমূল। আবার অন্যদিকে, বাংলায় একের পর এক বিজেপির বিধায়ক তৃণমূলে নাম লেখানোয় তুমুল অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির।


Koushik Dutta

সম্পর্কিত খবর