গোবিন্দ দেবনাথ, আগরতলা, ২৯ জুলাই : নেশা বিরোধী অভিযানের অঙ্গ হিসাবে সোমবার ত্রিপুরার রাজধানীর কাছে বোধজংনগর এলাকায় নষ্ট করা হল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার করা নেশা সামগ্রী।
এদিন এস পি নারকোটিক্স মানিক দাসের তত্বাবধানে এই নেশা সামগ্রী নষ্টের প্রক্রিয়া চলে। ষ্টেট লেভেল ড্রাগস ডিসপোজাল কমিটির উদ্যোগে এই নষ্টের প্রক্রিয়া হয়। রাজ্যের বিভিন্ন থানা এলাকা থেকে ৬২ টি এন ডি পি এস মামলায় আটক করা নেশা সামগ্রী নষ্ট করে আরক্ষা কর্মীরা।
এদিন সাত হাজার কেজি গাঁজা, ৮০০ গ্রাম হেরোইন, ১২ হাজার কপ সিরাপ, ৫০ হাজার অবৈধ নেশার ট্যাবলেট নষ্ট করা হয়। এই ধরনের নেশা বিরোধী অভিযান আগামী দিনেও চলবে বলে জানান এস পি নারকোটিক্স মানিক দাস।এদিকে এভাবে বিপুল পরিমাণে নেশা সামগ্রী ধ্বংস করার ফলে পরিবেশের ওপর ব্যাপক প্রভাব পড়ছে।
বায়ু দূষণের তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। এই ব্যাপারে প্রশাসনকে আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি।