বাংলা হান্ট ডেস্কঃ দিন কয়েকের অপেক্ষা! তারপরেই দুর্গাপুজো (Durga Puja)। বর্তমানে জোর কদমে চলছে পুজোর তোড়জোড়। আর এরই মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর। দুর্গাপুজোর আগেই রাজ্যের সরকারি কর্মীদের (State Government Employee’s) উৎসব ভাতা বাড়ানো হল। পুজোর আবহে এই খবরে খুশি সকলে।
পাশাপাশি চুক্তিভিত্তিক কর্মচারী, দৈনিক ভাতা পাওয়া কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সহযোগীদেরও ভাতা বাড়ানো হয়েছে। তবে পশ্চিমবঙ্গ নয়, প্রতিবেশী রাজ্য ত্রিপুরায় (Tripura Government) সরকারি কর্মীদের উৎসব ভাতা (Festival Allowance) বাড়ানো হয়েছে।
এই বিষয়ে গত বৃহস্পতিবার ত্রিপুরার অর্থমন্ত্রী প্রণোজিৎ সিনহা রায় বলেন, ‘সরকারি কর্মচারীদের উৎসব ভাতা ৩০০ টাকা বাড়ানো হয়েছে। এই ভাতা বৃদ্ধির ফলে গ্রুপ C, গ্রুপ D, দৈনিক ভাতা পাওয়া কর্মচারী, পেনশনভোগীরা ১,৮০০ টাকা পাবেন। হোমগার্ড, চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা প্রাপ্ত উৎসব ভাতা হিসেবে ২,০০০ টাকা পাবেন।’
আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় খবর! পুজোর আগেই ১৩০০০ চাকরি, কপাল খুলবে এই প্রার্থীদের
ত্রিপুরা সরকার জানিয়েছে, পুজোর আগে এই ভাতার দ্বারা প্রায় দু’লাখ রাজ্য সরকারি কর্মচারী, অঙ্গনওয়াড়ি কর্মী ও তাদের সহযোগী, দৈনিক ভাতা পাওয়া কর্মী এবং চুক্তিভিত্তিক কর্মচারীরা লাভবান হবেন। ওদিকে সরকারিভাবে এই ঘোষণার পরই আনন্দিত সকলে।
আরও পড়ুন: দুর্যোগপূর্ণ আবহাওয়া! রেকর্ড ভাঙা বৃষ্টি রাজ্যের ৮ জেলায়, তড়িঘড়ি সতর্কতা জারি হাওয়া অফিসের
ত্রিপুরার অর্থমন্ত্রী এদিন আরও জানিয়েছেন, গত বছর ২০২২ সালে সরকারি কর্মচারীদের উৎসব ভাতা দিতে রাজ্যের মোট ৩০ কোটি টাকা খরচ হয়েছিল। তবে এবছর ভাতার পরিমান বাড়ায় সরকারের প্রায় ৩৬ কোটি টাকা খরচ হবে।