বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Kumar Deb), গণ্ডাছড়ায় অনুষ্ঠিত বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা শহীদ চাঁন মোহন ত্রিপুরার আত্মবলিদান দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। সেই অনুষ্ঠানে দাঁড়িয়েই করলেন এক বড় ঘোষণা। রাজনৈতিক হিংসার বলি হয়েছেন যারা, তাদের পরিবার থেকে একজন করে দেওয়া হবে চাকরি দেওয়া হবে, এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।
চাকরি পাবে শহিদের পরিবারের সদস্য
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রথমে শহীদ চাঁন মোহন ত্রিপুরার প্রতি গভীর শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিনের অনুষ্ঠানের ছবি স্যোশাল মিডিয়ায় শেয়ার করে তিনি লেখেন, ‘আজকে বিজেপির একনিষ্ঠ কার্যকর্তা চাঁন মোহন ত্রিপুরার আত্মবলিদান দিবস। এইদিনে দাঁড়িয়ে বেদনাহত হৃদয়ে আমি তাঁর সন্তানদের সঙ্গে দেখা করি। আমাদের দল এবং সরকার সর্বদা শহিদ পরিবারের পাশে রয়েছে। তবে সরকার ইতিমধ্যেই এক বড় সিদ্ধান্ত নিয়েছে। রাজনৈতিক হিংসার বশে যে ৭ জন প্রাণ হারিয়েছেন, তাদের পরিবারের একজন করে চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে’।
তিনি আরও লেখেন, ‘আজকের এই ত্রিপুরার মাটিতে বিজেপি সরকার প্রতিষ্ঠার পেছনে চাঁন মোহন ত্রিপুরাদের মতো অসংখ্য শহীদের আত্মবলিদান রয়েছে। তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে, রাজনৈতিক হিংসার বশে মৃত ৭ জনের পরিবারের একজন করে চাকরি দেওয়া হবে। শহীদ চাঁন মোহন ত্রিপুরার সন্তানদের ভবিষ্যৎ গড়ার জন্য সল সাহায্য করবে এবং তাঁর স্ত্রীকেও চাকরি দেওয়া হবে’।
উন্নয়নের পথে ত্রিপুরা
ত্রিপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এখানে উন্নয়নের জন্য সরকার কর্মসংস্থানের কার্যধারা পরিচালনা করছে। কিন্তু সরকারের কখনই উগ্রবাদীদের সঙ্গে আপস করার মানসিকতা নেই। ত্রিপুরার বাঁশকোড়লের বিস্কুট থেকে বাঁশের বোতল আজ সারা বিশ্ব এমনকি দুবাইতেও বিক্রি হচ্ছে। অনেক কম পুঁজিতেই এই কাজ করা যায়’।