বাংলা হান্ট ডেস্কঃ গোয়া (Goa) আর মণিপুরের (Manipur) পর ত্রিপুরা (Tripura) দেশের তৃতীয় করোনা মুক্ত রাজ্য হিসেবে পরিচিতি পেলো। গতকাল সন্ধ্যেয় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব (Biplab Kumar Deb) নিজের ফেসবুক প্রোফাইল থেকে এই তথ্য শেয়ার করেন। মুখ্যমন্ত্রী ফেসবুকে পোস্ট করে লেখেন, করোনায় আক্রান্ত দ্বিতীয় রোগীর স্রে ওঠার পর ত্রিপুরা করোনা মুক্ত রাজ্য হিসেবে পরিচিতি পেলো।
Tripura has become #Coronavirus free after the recovery of the 2nd case. Two cases were recorded in the state, the first case had recovered earlier and the second patient has also been discharged after testing negative in repeat tests: Chief Minister Biplab Kumar Deb (23.04.2020) pic.twitter.com/OF7uutG9NT
— ANI (@ANI) April 23, 2020
কেন্দ্রীয় স্বাস্থ এবং পরিবার কল্যাণ মন্ত্রালয়ের রিপোর্ট অনুযায়ী, ত্রিপুরায় এতদিনে দুজনের মধ্যে করোনার ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছিল। দুজনেরই চিকিৎসা চলছিল হাসপাতালে। দুজনের মধ্যে প্রথমে করোনা আক্রান্ত হওয়া মহিলা রাজ্যে রাজধানী আগরতলা মেডিকেল কলেজ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আর দ্বিতীয়জন ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে বৃহস্পতিবার ওনার রিপোর্ট পজেটিভ এসেছে। দ্বিতীয় ব্যাক্তির রিপোর্ট পজেটিভ আসার পর ত্রিপুরা এখন করোনা মুক্ত।
আপনাদের জানিয়ে দিই, গোটা ভারতে এখনো পর্যন্ত ২৩ হাজার ১৫৮ জনের মধ্যে করোনা পাওয়া গেছে। এদের মধ্যে ১৭ হাজার ৩৭২ টি মামলা সক্রিয়। এবং গোটা ভারতে এখনো পর্যন্ত ৭২৩ জনের মৃত্যু হয়েছে এবং করোনাকে হারিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৩ জন।
ভারতের মধ্যে মহারাষ্ট্র ৬ হাজার ৪২৭ টি মামলার সাথে এখনো দেশের সর্বাধিক ক্ষতিগ্রস্ত রাজ্য হিসেবে উপরে আছে। এরপর গুজরাটে ২ হাজার ৬২৪ টি মামলা পাওয়া গেছে। তৃতীয় স্থানে দিল্লী, যেখানে ২ হাজার ৩৭৬ টি মামলা পাওয়া গেছে। চতুর্থ স্থানে রয়েছে রাজস্থান, সেখানে ২ হাজার টি মামলা পাওয়া গেছে।
পশ্চিমবঙ্গ ওই তালিকায় ১০ নম্বর স্থানে আছে। গোটা রাজ্যে এখনো পর্যন্ত ৫১৪ টি মামলা পাওয়া গেছে, যার মধ্যে ৩৯৬ টি সক্রিয় মামলা। ১০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আর ১৫ জনের মৃত্যু হয়েছে।