ত্রিপুরা-নাগাল্যান্ডে ফের বিজেপির সরকার, মেঘালয়ে ত্রিশঙ্কু! দেখুন তিন রাজ্যের এক্সিট পোল

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর-পূর্বের তিনটি রাজ্য ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয় কার দখলে যেতে চলেছে, তা ২ মার্চের ফলাফল থেকেই স্পষ্ট হয়ে যাবে। সেই প্রকৃত ফলাফলের আগেই বেরিয়ে আসতে শুরু করেছে এক্সিট পোলের ফলাফল। বিভিন্ন এজেন্সির এক্সিট পোল অনুযায়ী ত্রিপুরা, নাগাল্যান্ডে ফের বিজেপির সরকার আসতে চলেছে। অন্যদিকে, মেঘালয় ত্রিশঙ্কু হতে চলেছে। দেখে নিন কী বলছে সমীক্ষা।

ত্রিপুরার বুথ ফেরত সমীক্ষা

বাংলা হান্ট-Polstreet সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৩৩ থেকে ৩৯টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ৮ থেকে ১৪ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ১১ থেকে ১৭। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০ থেকে ৩।

Zee নিউজের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২৯ থেকে ৩৬টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ১৩ থেকে ২১ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ১১ থেকে ১৬। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০ থেকে ৩।

আজতকের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ৩৬ থেকে ৪৫টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ৬ থেকে ১১ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ৯ থেকে ১৬। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০।

টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২৯ থেকে ৩৬টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ১৩ থেকে ২১ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ১১ থেকে ১৬। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০।

ইন্ডিয়া নিউজ-জন কী বাতের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ২৯ থেকে ৪০টি আসন পেতে পারে। কংগ্রেস ও বামেদের জোট ৯ থেকে ১৬ আসন পেতে পারে। ত্রিপুরা মোথা ১০ থেকে ১৪। এবং তৃণমূল সহ অন্যান্যরা ০ থেকে ১।

মেঘালয়ের বুথ ফেরত সমীক্ষা

Zee নিউজের সমীক্ষা অনুযায়ী, NPP ২১ থেকে ২৬ টি আসন পেতে পারে। কংগ্রেস ৩-৬। বিজেপি ৬-১১। ও অন্যান্যরা ১৮ থেকে ৩২।

আজতকের সমীক্ষা অনুযায়ী, NPP ১৮ থেকে ২৪ টি আসন পেতে পারে। কংগ্রেস ৬ থেকে ১২। বিজেপি ৪ থেকে ৮। ও অন্যান্যরা ৪ থেকে ৮।

নাগাল্যান্ডের বুথ ফেরত সমীক্ষা

Zee নিউজের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও NDPP পেতে পারে ৩৫ থেকে ৪৩টি আসন। কংগ্রেস ১ থেকে ৩। এনপিএফ ২-৫। অন্যরা ৬-১২।

আজতকের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও NDPP পেতে পারে ৩৮ থেকে ৪৮টি আসন। কংগ্রেস ১ থেকে ২। এনপিএফ ৩ থেকে ৮। অন্যরা ৫ থেকে ১৫।

টাইমস নাও এর সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও NDPP পেতে পারে ৪৪টি আসন। কংগ্রেস ০। এনপিএফ ৬। অন্যরা ১০।

ইন্ডিয়া নিউজ-জন কী বাতের সমীক্ষা অনুযায়ী, বিজেপি ও NDPP পেতে পারে ৩৫ থেকে ৪৫টি আসন। কংগ্রেস ০। এনপিএফ ৬ থেকে ১০। অন্যরা ৯ থেকে ১৫।

 


Koushik Dutta

সম্পর্কিত খবর