ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল নেতা, গাড়ি ভাঙচুর হওয়ায় পুলিশের সামনে কেঁদে ফেললেন তিনি

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের তরফ থেকে ত্রিপুরাকে পাখির চোখ করার পর থেকেই বারবার উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। দেবাংশুদের গ্রেফতার করার পর তাঁদের পাশে দাঁড়াতে ইতিমধ্যে ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে তিনি থানায় ধরনায় বসেছেন। অভিষেক জানিয়েছেন যে, আদালতে শুনানি শেষ না হওয়া পর্যন্ত তিনি ধরনা থেকে উঠবেন না।

অন্যদিকে ধৃত তৃণমূল নেতা-কর্মীদের পিছনে পিছনে আদালতে যাওয়ার সময় ফের আক্রান্ত হল তৃণমূল। এবার ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিকের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গাড়িতে হামলা হওয়ার পর সুবলবাবু আর কোর্টে যাননি।

subal

সেখান থেকে তিনি থানায় যান অভিযোগ জানাতে, এবং থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সামনে কেঁদে ফেলেন। থানায় গিয়ে অভিষেকের সঙ্গে দেখা করেন সুবলবাবু। থানা থেকেই অভিষেক ব্যানার্জি ত্রিপুরার শাসক দলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আর মাত্র ১৭ মাস তারপরেই বিজেপির সরকারের পতন হবে ত্রিপুরা থেকে।

তৃণমূলের তরফ থেকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে বলা হয়েছে যে, তাঁদের নেতা-কর্মীদের সারারাত থানায় আটক করে রেখে খাওয়া ও চিকিৎসার বন্দোবস্ত করে দেওয়া হয়নি। প্রাপ্ত খবর অনুযায়ী, আগামীকাল তৃণমূলের তরফ থেকে ত্রিপুরার এই ঘটনা নিয়ে দিল্লীতে সংসদ ভবনে বিক্ষোভ দেখানো হবে। গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের সাংসদরা ত্রিপুরার বিজেপির সরকারের বিরুদ্ধে সরব হবেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর