ত্রিপুরার নির্বাচনে বিপর্যস্ত বিজেপি জোট, গেরুয়া শিবিরকে ধরাশায়ী করে মাথাচাড়া দিল মাণিক্য

বাংলাহান্ট ডেস্কঃ ত্রিপুরায় সরকার বিজেপির। তদুপরি উপজাতি পরিষদের ভোটে দেখল বড় পরাজয়ের মুখ। হিমাচল প্রদেশ ও পাঞ্জাবের পুর নির্বাচনের ধাক্কা সামাল দিতে না দিতে ত্রিপুরায় (Tripura) পর্যুদস্ত গেরুয়া শিবির। বিজেপির (BJP) মুখ থেকে ২৮ টি আসনের মধ্যে ১৮ টি আসন ছিনিয়ে নিল নয়া দল টিপ্রা (TIPRA)। আর মাত্র ৯ টি আসনে জিতেছে বিজেপি ও তাঁদের জোট সঙ্গি।

প্রসঙ্গত, টিপ্রার সুপ্রিমো মাণিক্য দেববর্মন তিনি আগে ছিলেন জাতীয় কংগ্রেসে (Congress)। তবে গত সেপ্টেম্বরে নাগরিকত্ব আইন নিয়ে দলের সাথে মতবিরোধের কারনে কংগ্রেস ছেঁড়ে বেরিয়ে আসেন মাণিক্য। তিনি ত্রিপুরার রাজ পরিবারের সদস্য। কংগ্রেস ত্যাগ করে তিনি একেবারে গঠন করে ফেললেন নিজের রাজনৈতিক দল। আর প্রথম ভোটেই নজরকেড়ে নিলেন ওই রাজ্যবাসীর। মাত্র ৯ টি আসন বিজেপি ও তাঁদের জোট সঙ্গীকে এবং একটি নির্দল প্রার্থীকে ছেঁড়ে বাকি ১৮ টি আসনে জয় হাঁকিয়ে নিলেন তিনি।

An Images

উল্লেখ্য, ত্রিপুরার উপজাতি পরিষদে মোট ৩০ টি আসন। কিন্তু দুটি রাজ্যপালের বিচারাধীন হওয়ায় বাকি ২৮টি আসনে ভোট গ্রহণ হয় ৬ এপ্রিল। আর তার ফল প্রকাশিত হল আজ অর্থাৎ শনিবার। সেখানেই বিপুল আসনে জয়যুক্ত হয় ‘টিপ্রা’। ত্রিপুরার এই উপজাতি পরিষদের ভোটে খাতা খুলতে পারিনি বাম ও কংগ্রেস।

নতুন দল গঠনের পর গত শুক্রবারই তাঁকে আক্রান্ত হতে হয়েছিল বলে অভিযোগ জানিয়েছেন মাণিক্য। তাঁর অভিযোগ ছিল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হামলার মুখে পড়তে হয় তাঁকে এবং টিপ্রার অন্যান্য সদস্যদেরকে। তাঁকে কে বা কারা আক্রমণ করেছিল তা জানা না গেলেও, এই হামলার সত্যতা স্বীকার করেছেন পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার মানিকলাল দাস।


সম্পর্কিত খবর