বাংলাহান্ট ডেস্ক: বাংলা (bengali serial) বা হিন্দি সিরিয়ালে (serial) আজব দৃশ্য দেখা মোটেই এখন আর নতুন কিছু নয়। টিআরপি বজায় রাখতে মাঝে মাঝেই গল্পের গরুকে গাছে তুলে দেওয়া হয়। মৃত মানুষ আবার বেঁচে ওঠা বা হারিয়ে যাওয়া ব্যক্তি আবার ফিরে আসা এমন তো আকছারই ঘটছে সিরিয়ালে।
কিন্তু হাসপাতালে চিকিৎসক মরণাপন্ন রোগীকে বাঁচানোর জন্য বাথরুম স্ক্রাবার (bathroom scrubber) দিয়ে ইলেকট্রিক শক দিচ্ছেন, এমনটা সম্ভবত এই প্রথম বার দেখল দর্শক। এই কাণ্ড জি বাংলার (zee bangla) ধারাবাহিক ‘কৃষ্ণকলি’র (krishnakali)। জনপ্রিয়তার দিক থেকে প্রথম দিকেই থাকবে এই সিরিয়াল। কিন্তু নানা বিষয়ে ট্রোল হওয়া থেকে টিআরপিও বাঁচাতে পারেনি কৃষ্ণকলিকে।
সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল হচ্ছে কৃষ্ণকলি সিরিয়ালের ৭০৪ তম এপিসোডের একটি দৃশ্যের স্ক্রিনশট। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন সিরিয়ালের নায়ক নিখিলের দাদা অরুণ। এক চিকিৎসক তাঁকে ইলেকট্রিক শক দেওয়ার জন্য ডিফিব্রিলেটর ব্যবহার করছেন।
এতটা পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু দেখা গিয়েছে ডিফিব্রিলেটর হিসাবে যা ব্যবহার করা হচ্ছে তা হল পাতি বাথরুমের স্ক্রাবার। আর এই বিষয়টা এতই স্পষ্ট যে চোখ এড়ানোও মুশকিল। স্বাভাবিক ভাবেই এই দৃশ্য নিয়ে এবার ট্রোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
https://twitter.com/r_bhaduri/status/1296500367715262464?s=19
করোনা পরিস্থিতিতে টাকা বাঁচানোর জন্য এত বড় একটা ভুল করবেন প্রযোজক তা নিয়েও শুরু হয়েছে হাসি ঠাট্টা। তবে এই বিষয়ে এখনও মুখ খুলতে দেখা যায়নি কৃষ্ণকলির টিমকে।
When creativity hits you hard but you don't have paisa!
Frame: Zee Bangla TV Serial.😂 pic.twitter.com/1srSYpIN6D— Sashanka Chakraborty (@SashankGuw) August 21, 2020
তবে এটাই প্রথম বার নয়। এর আগে দেখা গিয়েছিল কৃষ্ণবর্ণা শ্যামা মরে গিয়েও ফের ফিরে এসেছেন, তাও আবার গৌরবর্ণা হয়ে। তিনি এখন ফর্সা, আরও সুন্দরী উপরন্তু বাইকও চালাতে পারে। আর এই কাণ্ড দেখেই হেসে লুটোপুটি খেয়েছে নেটিজেনরা।
বাংলা ধারাবাহিকে মাঝে মাঝেই দেখা যায় গল্পের গরু গাছে উঠছে, এই বিষয়টার সঙ্গে বেশ ওয়াকিবহাল সকলেই। তবে মরে গিয়ে কোনও মানুষ কালো থেকে ফর্সা হয়ে যেতে পারেন সেটা এই প্রথম দেখা গেল কোনও ধারাবাহিকে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই করোনা মুক্ত হয়ে ফের শুটিংয়ে যোগ দিয়েছেন সিরিয়ালের নায়ক নিখিল ওরফে নীল ভট্টাচার্য্য। শুটিং করতে করতেই করোনা আক্রান্ত হন তিনি। তারপর থেকে বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। বুধবারই সুস্থ হয়ে ফের শুটিংয়ে যোগ দিয়েছেন তিনি। তার আগে আরেক অভিনেতা অশোক চক্রবর্তীও আক্রান্ত হন করোনায়।