ভারতে ঢোকার অপেক্ষায় সীমান্তে জড় হয়েছে ৩০০ জঙ্গি! ধরা পড়ল ক্যামেরায়

বাংলা হান্ট ডেস্কঃ পাকিস্তান (Pakistan) নিজের কুকীর্তি বন্ধ করার নামই নিচ্ছে না। সীমান্ত দিয়ে ভারতে জঙ্গি প্রবেশ করানোর লাগাতার চেষ্টা করে চলেছে ইমরানের দেশ। LoC তে ২৫০ থেকে ৩০০ জঙ্গি জড় হয়েছে। পাকিস্তান কেরন সেক্টরে হাতিয়ারও পাঠাচ্ছে। কিন্তু আমাদের সেনা পাকিস্তানের আশায় জল ঢালার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত।

স্যাটেলাইটে বন্দি ছবিতে পরিস্কার বোঝা যাচ্ছে যে, বর্ডারে ২৫০ এর বেশি জঙ্গি লঞ্চপ্যাডে জড় হয়েছে। পাকিস্তান ভারতে লাগাতার জঙ্গি ঢোকানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে, কিন্তু আমাদের সেনা তৎপর থাকায় তাঁদের এই প্রচেষ্টা সফল হচ্ছে না।

এর আগে আজ সকালে জম্মু কাশ্মীরের কুলগামে সেনা দুই জঙ্গিকে নিকেশ করেছে। যদিও এখনো পর্যন্ত মৃত দুই জঙ্গির পরিচয় জানা যায়নি। জম্মু কাশ্মীরের পুলিশ জানায় যে, কুলগামের চিনগাম এলাকায় সেনা আর জঙ্গিদের মধ্যে এনকাউন্টার হয়। এই এনকাউন্টার গতকাল রাত থেকে চলছে।

জানিয়ে দিই, এর আগে জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার পম্পোরে সিআরপিএফ এর টিমের উপর জঙ্গিরা আচমকা হামলা করে দিয়েছিল। জঙ্গিদের এই হামলায় সেনার ২ জওয়ান প্রাণ হারিয়েছিলেন আর তিনজন আহত হয়েছিলেন। পম্পোরের কান্ধিজল ব্রিজে সিআরপিএফ ১১০ ব্যাটেলিয়ন আর জম্মু কাশ্মীর পুলিশের জওয়ান রোডে মোতায়েন ছিলেন, তখনই জঙ্গিরা সেনার উপর হামলা চালায়।


Koushik Dutta

সম্পর্কিত খবর