বাংলা হান্ট ডেস্কঃ জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে একগুচ্ছ নতুন সিরিয়াল (Bengali Serial)। ‘কার কাছে কই মনের কথা’র পর ‘দুগ্গামণি ও বাঘমামা’র হাত ধরে ফের কামব্যাক করেছেন মানালি দে। রাত সাড়ে ৯টার স্লটে শুরু হয়েছে এই মেগা। আশা জাগিয়ে শুরু করলেও প্রথম সপ্তাহের টিআরপি (TRP) তালিকায় বিশেষ কামাল দেখাতে পারল না ‘দুগ্গামণি ও বাঘমাঘা’। ৫.০ রেটিং পেয়েছে এই সিরিয়াল। অন্যদিকে বিপরীতে থাকা স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ ও ‘রোশনাই’য়ের (১৫ মিনিট) ঝুলিতে ৪.৮ রেটিং।
টিআরপি তালিকার প্রথম তিনে কোন সিরিয়াল (Bengali Serial)?
বিগত প্রায় দু’মাস ধরে বেঙ্গল টপার হচ্ছে জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। চলতি সপ্তাহেও এর অন্যথা হল না। ৭.২ রেটিং পেয়ে ফের একবার বঙ্গসেরা হল এই ধারাবাহিক (Serial)। দ্বিতীয় ও তৃতীয় স্থানও রয়েছে জি বাংলার দখলেই। প্রথম তিনের মধ্যে স্টার জলসার (Star Jalsha) একটিও মেগা নেই।
এই সপ্তাহের টিআরপি তালিকায় ৬.৫ রেটিং নিয়ে সেকেন্ড হয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) অন্যদিকে অল্পের জন্য দ্বিতীয় স্থান হাতছাড়া হয়েছে ‘ফুলকি’র। এই সিরিয়ালের (Bengali Serial) প্রাপ্ত পয়েন্ট ৬.৪। প্রথম তিনে না থাকলেও, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে স্টার জলসার দু’টি ধারাবাহিক। ৬.৩ নম্বর পেয়ে চতুর্থ হয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’ এবং ৬.২ পেয়ে পঞ্চম স্থান দখল করেছে ‘দাবাং’ গীতা (Geeta LLB)।
আরও পড়ুনঃ দলবদলের ‘পুরস্কার’! BJP ছেড়ে তৃণমূলে আসতেই বড় দায়িত্ব পেলেন তাপসী মণ্ডল
এদিকে গত সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকায় চমক দেখাতে পারেনি ‘কথা’ (Kotha)। একসময় সেরা পাঁচে বাঁধাধরা ছিল সাহেব-সুস্মিতার সিরিয়ালের স্থান। স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডেও সবচেয়ে বেশি পুরস্কার পেয়েছে এই মেগা। তবে দর্শকদের মন জয় করে টিআরপি ছিনিয়ে আনতে ব্যর্থ।
টিআরপিতে সেরা ১০ বাংলা সিরিয়াল
প্রথম- পরিণীতা (৭.২)
দ্বিতীয়- জগদ্ধাত্রী (৬.৫)
তৃতীয়- ফুলকি (৬.৪)
চতুর্থ- রাঙামতী তীরন্দাজ (৬.৩)
পঞ্চম- গীতা এলএলবি (৬.২)
ষষ্ঠ- কথা/ কোন গোপনে মন ভেসেছে (৬.১)
সপ্তম- উড়ান (৫.৭)
অষ্টম- চিরসখা (৫.২)
নবম- মিত্তির বাড়ি (৫.১)
দশম- দুগ্গামণি ও বাঘমামা/ গৃহপ্রবেশ (৫.০)
এই সপ্তাহের টিআরপি তালিকায় আলাদা করে নজর কেড়েছে স্টার জলসার ‘চিরসখা’। ‘মিত্তির বাড়ি’কে সরিয়ে স্লট লিডার হয়েছে এই ধারাবাহিক। সেই সঙ্গেই প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় সেরা ১০ বাংলা সিরিয়ালের মধ্যে স্থান করে নিয়েছে ‘দুগ্গামণি ও বাঘমামা’।
অন্যদিকে ‘নিম ফুলের মধু’ (৩.৮) ও ‘আনন্দী’র (৪.৯) শেষ টিআরপিতে দেখা গিয়েছে তারা স্লট ধরে রাখতে ব্যর্থ (Bengali Serial)। ‘গীতা এলএলবি’ ও ‘তেঁতুলপাতা’কে ধরাশায়ী করতে এই সপ্তাহ থেকেই শুরু হয়েছে ‘তুই আমার হিরো’ ও ‘চিরদিনই তুমি যে আমার’। আগামী সপ্তাহে দেখা যাবে এই দুই সিরিয়াল কেমন টিআরপি তুলল।
‘এই প্রশাসন চুপ কেন? দলের থেকে আমার কমিউনিটি আগে’, বিস্ফোরক হুমায়ুন কবীর