বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের রেজাল্ট বেরনোর দিন। তবে এবার দীপাবলির কারণে গত বৃহস্পতিবার তা প্রকাশ্যে আসেনি। তিনদিনের অপেক্ষা শেষে সোমবার টিআরপি (TRP) তালিকা সামনে এল। আর তাতেই দেখা গেল বড় চমক! প্রথম পাঁচে স্থান করে নিয়েছে ৯টি মেগা। শুধু তাই নয়! যে সিরিয়াল শেষ হওয়া নিয়ে গত কয়েকদিন ধরে জোর জল্পনা চলছে, সেটাই চলতি সপ্তাহে বেঙ্গল টপারের শিরোপাও দখল করেছে।
সবাইকে টেক্কা দিয়ে এবার বেঙ্গল টপার হল কে (TRP)?
কয়েকদিন আগেই ‘পরিণীতা’র স্লট ঘোষণা করেছে জি বাংলা (Zee Bangla)। জানানো হয়েছে, রাত ৮টার স্লটে শুরু হবে এই সিরিয়াল। অর্থাৎ ‘নিম ফুলের মধু’র (Neem Phooler Madhu) জায়গায় শুরু হতে চলেছে এই ধারাবাহিক। কানাঘুষো অনুযায়ী, সৃজন-পর্ণার মেগা গল্পের অভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না! তবে চলতি সপ্তাহে এই সিরিয়ালই বেঙ্গল টপারের শিরোপা দখল করল। ‘ফুলকি’র সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছে এই মেগা।
‘নিম ফুলের মধু’ এবং ‘ফুলকি’ দুই মেগারই প্রাপ্ত পয়েন্ট ৭.৭। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার দুই টপার সিরিয়াল (Bengali Serial) ‘গীতা এলএলবি’ এবং ‘কথা’র নাম। ৭.১ রেটিং সহযোগে দ্বিতীয় হয়েছে এই দুই সিরিয়াল। তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছে ‘জগদ্ধাত্রী’ (Jagaddhtri) এবং ‘কোন গোপনে মন ভেসেছে’।
আরও পড়ুনঃ মিড ডে মিলে দুর্নীতি অতীত! সরকার এবার যা সিদ্ধান্ত নিল … তোলপাড় রাজ্য
- চলতি সপ্তাহের TRP তালিকায় সেরা ১০ ধারাবাহিক
প্রথম- নিম ফুলের মধু/ ফুলকি (৭.৭)
দ্বিতীয়- গীতা এলএলবি/ কথা (৭.১)
তৃতীয়- জগদ্ধাত্রী/ কোন গোপনে মন ভেসেছে (৬.৯)
চতুর্থ- শুভ বিবাহ (৬.১)
পঞ্চম- রোশনাই/ উড়ান (৫.৯)
ষষ্ঠ- তেঁতুলপাতা/ আনন্দী/ অনুরাগের ছোঁয়া+ হরগৌরী পাইস হোটেল (৫.৭)
সপ্তম- রাঙামতী তীরন্দাজ/ ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৫.৬)
অষ্টম- মিঠিঝোরা/ পূবের ময়না (৪.৫)
নবম- দুই শালিক (৪.০)
দশম- মালা বদল (৩.২)
গল্প এগোনোর পর থেকে টিআরপি (TRP) তালিকায় ফের খেল দেখাতে শুরু করেছে ‘অনুরাগের ছোঁয়া’। ৫.৭ রেটিং নিয়ে টিআরপি তালিকার ষষ্ঠ স্থানে উঠে এসেছে সূর্য-দীপার সিরিয়াল। ‘হরগৌরী পাইস হোটেল’এর প্রথম ১৫ মিনিটের সঙ্গে মিলে এই রেটিং পেয়েছে ‘অনুরাগের ছোঁয়া’।