অনস্ক্রিন রোম্যান্সের ছোঁয়া বাস্তবেও, একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেমে পড়লেন টপার সিরিয়ালের নায়ক নায়িকা!

বাংলাহান্ট ডেস্ক : দিনের পর দিন একসঙ্গে শুটিং করতে গিয়ে মনের আদান প্রদান হওয়াটা অস্বাভাবিক নয়। বরং এমন একাধিক উদাহরণ রয়েছে, যেখানে একসঙ্গে কাজ করতে গিয়ে প্রেম এবং তারপর বিয়েও সেরেছেন সহ অভিনেতা অভিনেত্রীরা। এবার আরো এক সিরিয়ালের (Serial) নায়ক নায়িকাকে নিয়ে ছড়াল একই রকম গুঞ্জন। বাস্তবেও প্রেমে পড়েছেন তাঁরা!

বাস্তবেও প্রেম করছেন জনপ্রিয় সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা

ছোটপর্দার টিআরপি টপার সিরিয়ালের (Serial) নায়ক নায়িকা নাকি বাস্তবেও প্রেম করছেন। টেলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে এমন গুঞ্জন। একসঙ্গে শুটিং করতে গিয়েই নাকি পরস্পরের প্রেমে পড়েছেন তাঁরা। অনস্ক্রিনে তাঁদের রসায়ন আগে থেকেই হিট। ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি হয়ে উঠেছেন তাঁরা। এবার কি সেই প্রেমের ছোঁয়া লাগল বাস্তবেও?

Trp topper serial hero heroine rumoured to be dating

প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেতা অভিনেত্রী: কথা হচ্ছে ‘গীতা LLB’ সিরিয়ালের (Serial) নায়ক নায়িকার ব্যাপারে। পর্দায় রীতিমতো কামাল করছে গীতা স্বস্তিক জুটি। বিগত কয়েক সপ্তাহ ধরে একটানা টিআরপি তালিকার শীর্ষে থাকার পর শেষ সপ্তাহে নম্বর একটু কমে তৃতীয় স্থানে নেমে এসেছে সিরিয়ালটি (Serial)। কিন্তু এখনো দর্শকদের অফুরান ভালোবাসা পেয়ে চলেছে এই জুটি। কিন্তু বাস্তবেও কি প্রেম করছেন হিয়া কুণাল?

আরো পড়ুন : ফিকে পড়বে বলিউডি বিয়েও, বৃন্দাবনে রাজকীয় আসর, রাশিয়ান প্রেমিকার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন টেলি নায়ক

সত্যিটা আসলে কী: সংবাদ মাধ্যমের প্রশ্নে কুণালের উদ্দেশে হিয়া বলে ওঠেন, ‘আজ সত্যিটা বলেই দাও। হ্যাঁ আমরা প্রেম করছি’। শুনেই হেসে ফেলেন পর্দার স্বস্তিক। তারপর জানান, তাঁদের বন্ধুত্বটা আসলে এত ভালো যে অনস্ক্রিনের ছবি ফুটে ওঠে। তাই হয়তো দর্শকদের মনে হতে পারে যে তাঁরা প্রেম করছেন। এতে অবশ্য দর্শকদের মনে তাঁদের জায়গাই বাড়ে বলে মন্তব্য করেন স্বস্তিক ওরফে কুণাল।

আরো পড়ুন : একসঙ্গে ঝাঁপ বন্ধ দুই সিরিয়ালের! দর্শকদের দাবিতে চূড়ান্ত সিদ্ধান্ত জি বাংলার

গীতা LLB (Serial) দারুন টিআরপি তুলছে ছোটপর্দায়। শুধু বাংলাতেই নয়, হিন্দিতেও টিআরপি তালিকার শীর্ষে রয়েছে গীতা স্বস্তিকার গল্প নিয়ে তৈরি সিরিয়াল। আপ্লুত হিয়ার কথায়, তাঁর গর্ব হয়। তাঁরা প্রত্যেকেই এত ভালো কাজ করছেন যে সমগ্র দেশে বিভিন্ন ভাষায় চলছে এই সিরিয়াল। তবে শুরুটা যেহেতু তাঁদের হাত ধরেই তাই খুব ভালো লাগে বলে মন্তব্য করেন গীতা ওরফে হিয়া। 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর