রাস্তা ধসে ঢুকে গেল ট্রাক, ভাইরাল ভিডিও দেখে জনতা বলল ‘আমার শহর লন্ডন হয়ে গেছে”

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশের রাজধানী দিল্লীতে বুধবার প্রচণ্ড বৃষ্টি হয়। রাজধানীর অনেক রাস্তাই জলে ডুবে যায়। আবার কয়েকটি রাস্তা ধসেও যায়। আর রাস্তা ধসের একটি হাড়হিম করা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি নজফগড় এলাকার বলে জানা গিয়েছে। ভিডিওতে একটি ট্রাককে পুরোপুরি রাস্তায় ধসে ঢুকে যেতে দেখা গিয়েছে।

সংবাদসংস্থা ANI ভিডিওটি শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে যে, রাস্তায় একটি বড়সড় গর্ত রয়েছে কিন্তু ট্রাক ড্রাইভার রাতের অন্ধকারে সেটি দেখতে পারছে না। আর এরপরই ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। রাস্তায় ধস নামার পর সেখানে সতর্কতার জন্য একটি লাল কাপড়ও রেখে দেওয়া ছিল। কিন্তু ড্রাইভারের চোখে সেটাও পড়েনি। সম্ভবত সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল। ড্রাইভার যতক্ষণ বিপদের আঁচ পেয়েছিল, ততক্ষণে অনেক দেরী হয়ে গিয়েছিল।

এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল হারে ভাইরাল হয়ে যায়। অনেকেই নিজের নিজের মতো করে কমেন্ট করতে থাকে। অনেকেই বলেন যে, আমার শহর লন্ডন হয়ে গিয়েছে। প্রসঙ্গত, অরবিন্দ কেজরীবাল নির্বাচনী প্রচারে দিল্লীকে লন্ডন বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

https://twitter.com/Gautamsharmacop/status/1395244557453852672

X