ফের দুর্ঘটনার কবলে শুভেন্দু অধিকারীর কনভয়, বরাতজোরে রক্ষা পেলেন বিরোধী দলনেতা

বাংলাহান্ট ডেস্ক : সময়টা বেশ বিপজ্জনক শুভেন্দু অধিকারীর জন্য। কিছুদিন আগেই দুর্ঘটনার কবলে পরেছিল শুভেন্দু অধিকারীর কনভয় (Suvendu Adhikari Convoy)। আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। সোমবার রাতে কলকাতার কালিকাপুরের কাছে হঠাৎই তাঁর কনভয়ে একটি লরি ধাক্কা মারে। সুত্র মারফত জানা যাচ্ছে, কনভয়ের পিছনে থাকা একটি পুলিশের গাড়িতে লাগে এই ধাক্কা। ধাক্কার চোটে ভেঙে যায় পুলিশের গাড়ির লুকিং গ্লাসই। গোটা ঘটনায় রীতিমতো শোরগোল ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়েই।

ঘটনাটি ঘটে রাত ১১টা নাগাদ। কালিকাপুরের দিক থেকে বাইপাস হয়ে এয়ারপোর্টের দিকে যাচ্ছিল রাজ্যের বিরোধী দলনেতা কনভয়। যে লরিটি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে থাকা পুলিশের গাড়িতে ধাক্কা মেরেছিল, সেটিকে ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয় লরির চালককে।

পুলিশ সূত্রে মারফত জানা যাচ্ছে, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় সার্ভে পার্ক থানার পুলিশ। সাথে সাথে ব্রেথ অ্যানালাইজার টেস্ট করা হয় লরি চালকের। অভিযোগ সে মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়েই শুভেন্দুর কনভয়ে থাকা গাড়িতে ধাক্কা মেরে বসে সে। এরপরই সেন্ট্রাল ফোর্স গ্রেফতার করে চালক রামনারায়ণ রামকে। বারবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয় দুর্ঘটনার কবলে পড়ায় চিন্তিত রাজ্য বিজেপি (BJP)।

প্রসঙ্গত, কিছুদিন আগে ঠিক এরকমই একটি দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুরের (Purba Midnapore) বাড়ি থেকে তমলুক (Tamluk) যাওয়ার পথে ঘটনাটি ঘটে মরিসদা এলাকায় জাতীয় সড়কে দুর্ঘটনার জেরে দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। অল্পের জন্য রক্ষা পান ওই গাড়ির চালক। যদিও এই ঘটনাকে সামনে রেখে প্রতিবাদে নামে BJP। শুভেন্দুকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করে তারা।

পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার পুলিশ (Marishda Police Station) তদন্ত করে জানতে পারে পরিকল্পনা করে নয়, পথ দুর্ঘটনার জেরেই ওই ঘটনা ঘটে বলে জানতে পারে পুলিশ আধিকারিকরা। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া লরি চালক শেখ সোলেমান গ্রেফতার করা হয়। লরিটিকেও নন্দকুমার থেকে আটক করা হয়। লরিটির মালিক পরমেশ্বর প্রধান শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভা কেন্দ্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের (Nandigram) বাসিন্দা।

Sudipto

সম্পর্কিত খবর