প্রমিকার বাড়ির লোক মেনে নেবে না, তাই মৃত্যু দিকে চলে গেলো প্রমিক

নিজস্ব প্রতিবেদক,নদিয়া: পরিবারের লোক মেনে নেবেনা,এই ভেবে বিষ খেয়ে আত্যহত্যা করল বগুলা কলেজের দ্বিতীয় বর্ষের এক ছাত্র।

আশঙ্কাজনক অবস্থায় কৃষ্ণনগর জেলা সদর হাসপাতালে ভর্তি প্রেমিকা। অভিযোগ হাঁসখালি থানার মুড়াগাছা গ্রামের সমর হীরাকে(২১) গতকাল সন্ধ্যায় তাঁর প্রেমিকা সুলতা বাড়ুই (২০) ডেকে নিয়ে যায় তাঁদের কৃষ্ণগঞ্জ থানার নিধিরপোতা গ্রামে। প্রাথমিক অভিযোগ,সেখানেই প্রেমিক যুগল বিষ পান করে।স্থানীয় লোকজন যুগল কে রাতে বগুলা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক সমর কে মৃত বলে ঘোষণা করে।

aa01f woman spends ni4462প্রেমিকার অবস্থার অবনতি হলে কৃষ্ণনগর হাসপাতালে স্থান্তারিত করে।পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে ছুটে যায় .পরিবার ও প্রতিবেশী গ্রামবাসীরা। কি কারণে আত্যহত্যা তার তদন্ত শুরু করেছে পুলিশ।দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

সম্পর্কিত খবর