Namaste Trump: গোটা রাস্তা ছেয়ে গেল মোদি মোদি স্লোগানে, দেখুন লাইভ ভিডিও

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ দুই দিনের ভারত সফরে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এই সফরে তিনি সস্ত্রীক এবং নিজের কন্যাকে নিয়ে এসেছেন। আমেরিকা থেকে সোজা গুজরাটের আহমেদাবাদ বিমান বন্দরে অবতরণ করেন রাষ্ট্রপতি ডোলান্ড ট্রাম্প। সেখানে ওনাকে স্বাগত জানাতে প্রথা ভাঙেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী প্রথা ভেঙে ওনাকে স্বাগত জানান এবং ওনাকে আলিঙ্গনও করেন। এরপর দুই জনেই ২২ কিমি লম্বা রোড শোয়ে অংশ নেন। এই রোড শো আহমেদাবাদ বিমান বন্দর থেকে মোতেরা স্টেডিয়াম পর্যন্ত হবে। মাঝে সাবরমতি আশ্রম পড়বে।

সাবরমতি আশ্রমে ঢুকে দুই দেশের রাষ্ট্র প্রধান জাতির জনক মহত্মা গান্ধীকে শ্রদ্ধাঞ্জলি জানাবেন। দুই দেশের প্রধানের এই রোড শোয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। কারণ এই রোড শোয়ে প্রচুর সংখ্যক মানুষ আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাতে তৈরি আছেন।

দুজনের রোড শোয়ে উপস্থিত জনতা মোদী মোদী স্লোগানে মুখর হয়েছেন।

সম্পর্কিত খবর

X