ট্রাম টয়লেট বিশ্বের কাছে অতন্ত জনপ্রিয় হয়ে উঠছে

বাংলা hunt ডেস্ক : তাঁর শাসনে থরহরি কম্প পুরো দেশ। তিনি হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট, তাই বলে তাঁর নামে টয়লেট ব্রাশ বাজরে চলবে! কিন্তু এমনটাই ঘটেছে।

জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন কম্যুউনিটি আজ পালন করছে বিশ্ব টয়লেট দিবস। এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ‘ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ’ কেনার হিড়িক লেগেছে। ‘মেক টয়লেট গ্রেট এগেইন’ এই স্লোগান সম্বলিত বিজ্ঞাপন দিয়ে বিক্রি হচ্ছে ‘ট্রাম্প টয়লেট ব্রাশ’।

Donald Trump Tweeting On Toilet

জানা গেছে, নিউজিল্যান্ড থেকে তৈরি ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইনে বিক্রি হচ্ছে। অনলাইন মাধ্যম ইটিএসওয়াইতে পাওয়া যাচ্ছে এই ব্রাশ।

১৫ ইঞ্চি দৈর্ঘ্যের ডোনাল্ড ট্রাম্প ব্রাশটি ইতিমধ্যেই ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আসল মূল্য থেকে ৬০ শতাংশ মূল্য হ্রাস করায় এ ব্রাশের বিক্রি বেড়েছে প্রায় তিনগুন। আপনিও সংগ্রহে রাখবেন না কি এই ব্রাশ! ভেবে দেখতে পারেন।

Udayan Biswas

সম্পর্কিত খবর