বাংলাহান্ট ডেস্কঃ করোনা (COVID-19) আতঙ্কের মধ্যেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে দানের অর্থ ফেরত চাইলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। করোনা ভাইরাসের সংক্রমণের থেকে রক্ষা পাওয়ার জন্য অর্থনীতিকে বিপুল অর্থের ‘উৎসাহদান’ প্যাকেজ ঘোষণা করেছিল আমেরিকা। যার থেকে ৮৬ লক্ষ ডলার দেওয়া হয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে (Harvard University)। এখন সেই অর্থ ফেরত চাইছে মার্কিন রাষ্ট্রপতি।
করোনা মহামারির কবলে পড়ে আমেরিকার এখন সংকটজনক অবস্থা। আমেরিকায় মৃত্যু সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। লক্ষাধিক মানুষ এখনও আক্রান্ত এই ভাইরাসের কারণে। এই ভাইরাসের বিষয়ে কোন মার্কিন রাষ্ট্রপতি চীনকে দোষারোপ করেছে, আবার কখনও WHO কে দোষারোপ করেছেন। তবে এবার তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়কে দেওয়া অর্থ ফেরত চাইলেন। তিনি বললেন, ‘আমি চাই হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই অর্থ ফেরত দিক। কিন্তু তারা যদি এই টাকা ফেরত না দেয়, তাহলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই অর্থ শ্রমিক শ্রেণীর মানুষদের পাওয়ার কথা। কিন্তু তাঁদের না দিয়৭এ এই অর্থ ধনী প্রতিষ্ঠানগুলি নিয়ে নিক, তা আমি পছন্দ করছি না’।
মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের জেরে কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যুত্তর দিয়ে টুইট করে বলা হয়, ‘গত মাসে আমেরিকার সরকার ২২০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছিল। যার থেকে ওই বিশ্ববিদ্যালয় পেয়েছে ৮৬ লক্ষ ডলার। করোনা ভাইরাসের কারণে যেসকল ছাত্রছাত্রীরা আর্থিক সংকটে পড়েছিল, তাদেরকে ওই অর্থ দিয়ে সাহায্য করা হয়েছে’।
তবে অবশ্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হবে, তা জানায়নি মার্কিন প্রেসিডেন্ট। আমেরিকায় করোনা আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবথেকে বেশি হলেও, শেষ তিন সপ্তাহে এই প্রথমবার একদিনে নিউ ইয়র্কে ৫০০-র কম মানুষের মৃত্যু হয়েছে। এই বিষয়টা কিছুটা হলেও আশাবাদী বলে মনে করছেন বিশেষজ্ঞরা।