৭০ না ১০৮ একর জমিতে তৈরি হবে ভব্য রাম মন্দির, নতুন করে জমি কিনছে ট্রাস্ট

বাংলা হান্ট ডেস্কঃ রাম মন্দিরের চত্বরের ৭০ একর জমি থেকে বাড়িয়ে ১০৮ একর করার যোজনায় রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম জন্মভূমির পাশে ৭ হাজার ২৮৫ বর্গফুটের জমি কিনেছে। ট্রাস্টের এক আধিকারিক বৃহস্পতিবার এই কথা জানান। তিনি বলেন, উত্তর প্রদেশের পবিত্র শহরে ভব্য মন্দিরের নির্মাণের জন্য ট্রাস্ট ৭,২৮৫ বর্গফুট জমি কিনেছে। এই জমি কিনতে ১ কোটি টাকা খরচ হয়েছে।

ram mandir 9

রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিক অনিল মিশ্রা বলেন, ‘রাম মন্দির নির্মাণের জন্য আরও জায়গা দরকার, তাই আমরা এই জমি কিনেছি।” ট্রাস্টের দ্বারা কেনা এই জমি আশরফি ভবনের পাশে অবস্থিত। ফৈজাবাদের ডেপুটি রেজিস্টার এসবি সিং বলেন, জমির মালিক দীপ নরেন ট্রাস্টের সচিব চম্পত রায়ের পক্ষে ৭২৮৫ জমির রেজিস্ট্রির জন্য ২০ ফেব্রুয়ারি স্বাক্ষর করেছেন।

এসবি সিং বলেন, ভূমি দফতরেই এই জমির রেজস্ট্রি করা হয়েছে। জমির রেজস্ট্রিতে সাক্ষী হিসেবে স্বাক্ষর করা আপনা দলের বিধায়ক ইন্দ্র প্রতাপ তিওয়ারি বলেন, রাম মন্দির ট্রাস্ট দ্বারা কেনা জমির সাক্ষী হিসেবে থেকে আমি নিজেকে খুব ভাগ্যবান বলে মনে করছি।” সুত্র অনুযায়ী, ট্রাস্ট এখনও আরও জমি কিনতে চায়। রাম মন্দির চত্বরের পাশে থাকা মন্দির, বাড়িঘর আর খালি ময়দানের মালিকের সঙ্গে এই নিয়ে কথাবার্তা চলছে।

সুত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ট্রাস্ট বিস্তারিত ভব্য মন্দিরের নির্মাণ ১০৮ একরে করতে চায়। আর এরজন্য এখনও ১৪,৩০,১৯৫ বর্গফুট জমি কেনা বাকি আছে। উল্লেখ্য, প্রধান মন্দিরের নির্মাণ পাঁচ একর জমিতে হবে আর বাকি জমি মিউজিয়াম, লাইব্রেরীর মতো কয়েকটি কেন্দ্র বানানো হবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর