গাড়িতেই স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা নিকের, রেগে আগুন প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : ভালোবাসা মানে না বয়স। মানে না কোনও বাধা। সেই কথাই প্রমাণ করেছিলেন প্রিয়াঙ্কা-নিক। নিজের থেকে বয়সে অনেকটাই ছোট নিক জোনসকে বিয়ে করেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সুখেই করছেন সংসার। পেয়েছেন মাতৃত্বের স্বাদ। সর্বদাই রঙিন থাকেন তাঁরা। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করতে পিছিয়ে যান না এই জুটি। যদিও বয়সের পার্থক্যের কারণেই বারবার ট্রোলিং এর শিকার হতে হয় এই জুটিকে।

প্রেম দিবসের দিন সকাল থেকেই একেকর পর এক ছবি পোস্ট করেন অভিনেত্রী। নিক কে জানান শুভেচ্ছা। তবে রাট হতেই বদলে গেল সেই চিত্রটা। হঠাৎ করেই স্বামীর ওপর রেগে আগুন প্রিয়াঙ্কা। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল এমন চিত্র। আর তাতেই দেখা যাচ্ছে, গাড়ির ভেতরেই স্ত্রীয়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছেন নিক। আর সে কারণেই রেগে লাল হয়ে গেলেন অভিনেত্রী।

Priyanka Chopra and Nick Jonas

আসলে এবার একই ছবিতে অভিনয় করতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনস। ছবিতে মুখ্য চরিত্রে ধরা দেবেন অভিনেত্রী। অন্যদিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে নিক-কে। জানা যাচ্ছে, প্রিয়াঙ্কার চরিত্রের নাম মীরা। অর্থাৎ নিকের ওপর বিরক্ত নয় প্রিয়াঙ্কা বরং বিরক্ত মীরা।

Priyanka Chopra and Nick Jonas

প্রেম দিবসের দিন প্রকাশ্যে ‘লাভ অ্যাগেইন’ ছবির ট্রেলার। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন জেমস সি স্ট্রস। প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করতে দেখা যাবে আউটল্যান্ডার খেতো স্যাম হিউটনকে। ছবিতে তাঁর নাম রব বার্নস। নতুন এই ছবির সবচেয়ে বড় চমক সিভিল ডিওন। ১২ই মে আমেরিকার পাশাপাশি ভারতেও মুক্তি পেতে চলেছে এই ছবি।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)

কাহিনী অনুযায়ী জানা যাচ্ছে, মৃত্যু হবে মীরার প্রেমিকের। দুঃখ ভুলতে প্রাক্তন প্রেমিকের পুরনো নম্বরে মেসেজ করতে থাকে মীরা। সারাদিনের কাজকর্ম মেসেজ করতে শুরু করেন মীরা। যদিও সে জানতো বন্ধই রয়েছে প্রেমিকের নম্বর। অথচ ঘটনাচক্রে নতুন করে চালু হয়ে গেছে সেই নম্বর। এবং ব্যবহার করছেন সাংবাদিক রব বার্নসে। অভিনেত্রীর সমস্ত মেসেজই দেখতে পাচ্ছেন তিনি অথচ দেননা প্রত্যুত্তর।

এভাবেই বেশ কিছুদিন চলার পর মীরার প্রেমে পড়ে হাবুডুবু খেতে শুরু করেন তিনি। তাঁকে দেখার ভীষণ ইচ্ছে জাগে তাঁর মনে। হয়ে যায় দেখাও। মীরার পাঠানো মেসেজ দেখেই সঠিক গন্তব্যে পৌঁছে যান তিনি। এরপর শুরু হয় বন্ধুত্ব। আর সেই বন্ধুত্ব গড়ায় প্রেমে।

জানা যাচ্ছে, ২০১৬ সালে মুক্তি পাওয়া জার্মান সিনেমা ‘এসএমএস ফর দিচ’ ছবির অনুকরণেই তৈরি হচ্ছে ‘লাভ অ্যাগেইন’ ছবিটি। যদিও প্রথমে এই ছবির নাম দেওয়া হয়েছিল ‘ইটস অল কামিং ব্যাক টু মি’। তবে পরবর্তীতে নাম পরিবর্তন করে রাখা হয় ‘লাভ অ্যাগেইন’। তবে ছবিতে নিক কোন চরিত্রে ধরা দেবেন সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।

additiya

সম্পর্কিত খবর