আগেই খুইয়েছেন চাকরি! রাজ্যে আসলেই মোদীর সঙ্গে দেখা করতে চান SSC কাণ্ডে চাকরিহারারা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার চাকরিহারাদের উদ্দেশে একগুচ্ছ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেই সঙ্গেই নতুন নিয়োগ নিয়েও বেশ কিছু ঘোষণা করেন তিনি। এরপরেই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারাদের (SSC Recruitment Scam) একাংশ। এই আবহে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। বৃহস্পতিবার আলিপুরদুয়ারে তাঁর সভা করার কথা। এবার তাঁর সঙ্গে দেখা করতে চাইছেন চাকরিহারারা।

পিএম মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি, জানালেন চাকরিহারা শিক্ষক

সুপ্রিম কোর্টের এক রায়ে বাতিল হয়েছে ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে শীর্ষ আদালত। সেই সঙ্গেই নতুন করে পরীক্ষা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। যদিও চাকরিহারাদের একাংশের এই নিয়ে আপত্তি আছে। তাঁরা ফের একবার পরীক্ষায় বসতে নারাজ। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে একাধিকবার চিঠিও দিয়েছেন তাঁরা।

তবে গতকাল মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, সুপ্রিম (Supreme Court) নির্দেশ না মানা ছাড়া উপায় নেই। চাকরিহারাদের নতুন করে পরীক্ষায় বসতে বলেন তিনি। এই আবহে প্রধানমন্ত্রী রাজ্যে আসায় তাঁর সঙ্গে দেখা করতে চান চাকরিহারাদের একাংশ। এই নিয়ে কলকাতায় আন্দোলনরত শিক্ষকরা আলিপুরদুয়ারের চাকরিহারাদের সঙ্গে যোগাযোগ করেছেন।

আরও পড়ুনঃ ‘এটা বেআইনি’! SSC-র হয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করার কে? প্রশ্ন তুলে বিরাট পদক্ষেপ নিচ্ছেন শুভেন্দু

সুপ্রিম রায় চাকরি হারানো শিক্ষক (School Teacher) তথা চাকরিহারাদের আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল বলেন, ‘আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলিপুরদুয়ারে আসছেন। আমরা ওনার সঙ্গে দেখা করার উদ্যোগ নিচ্ছি। ওই এলাকায় আমাদের যে প্রতিনিধিরা রয়েছেন, তাঁরা চেষ্টা চালাচ্ছেন। জানি না সুযোগ হবে কিনা’।

PM Narendra Modi slams Pakistan again in a meeting from Gandhinagar

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা প্রসঙ্গে আলিপুরদুয়ারের চাকরিহারা শিক্ষিকা মৌমিতা পাল জানান, বেশ কিছুদিন ধরেই পিএম মোদীর সঙ্গে দেখার করার জন্য সময় চাইছেন। মিনিট পাঁচেকের জন্য দেখা করতে চান বলে দাবি করেন তিনি। এই নিয়ে স্থানীয় সাংসদ, বিজেপির জেলা সভাপতির দ্বারস্থ হয়েছেন। জেলাশাসককেও জানিয়েছেন। তবে এখনও অবধি কোনও সদুত্তর মেলেনি বলে জানিয়েছেন মৌমিতা।

উল্লেখ্য, এসএসসি চাকরি বাতিল ইস্যুতে বর্তমানে সরগরম রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একাধিক বার্তা দিলেও তাতে সন্তুষ্ট নন চাকরিহারাদের একটি অংশ। তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করতে চান। এই নিয়ে চেষ্টাও চালানো হচ্ছে। শেষ অবধি তাঁরা সফল হন কিনা সেটাই দেখার।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

X