কোটি টাকারও বেশি জরিমানা আদায়! টিটিই পিন্টু দাস রেকর্ড করতেই হইহই সাঁতরাগাছিতে

বাংলাহান্ট ডেস্ক : “বিনা টিকিটে ট্রেন ভ্রমণ দণ্ডনীয় অপরাধ”। ট্রেনে প্রতিদিনই এই সতর্কবার্তাকে বহুবার ঘোষণা করার পরেও বহুক্ষেত্রেই হুঁশ ফেরে না আমজনতার। এরপর ট্রেন থেকে যাত্রীরা বার হওয়ার পরেই টিকিট চেকার টিকিট দেখতে চাইলেই বাধে বিপত্তি। তবে কেউ যাতে বিনা টিকিটে যাত্রা না করে, তা নিশ্চিত করতে সচেতন রেল। আর রেলের সেই কাজের জন্যেই যাত্রীদের উপর কড়া নজরদারি চালান টিটিই পিন্টু দাস।

দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর ডিভিশনে সাঁতরাগাছি স্টেশনে (Santragachi Station) কর্মরত এই টিকিট পরীক্ষক ইতিমধ্যেই এক নজির গড়ে তুলেছেন। জানা গিয়েছে, ২০২৩ সালের ২৬ মার্চ পর্যন্ত এক কোটির জরিমানা (Fine) আদায় করেছেন এই টিটিই। খড়্গপুর ডিভিশনে এই প্রথম কোনও টিকিট চেকিং কর্মী জরিমানা আদায়ের ক্ষেত্রে এই ধরণের কৃতিত্ব অর্জন করেছেন।

হিসেব বলছে, ৩০৪ কার্যদিবসে ১১৮৬১টি অনিয়মিত ও টিকিটবিহীন মামলা থেকে পিন্টু দাসের প্রাপ্ত অর্থের পরিমাণ ১০০২২২৭০/- টাকা। শুধু তাই নয়, ভারতীয় রেলের (Indian Railways) জন্য টিকিট ছাড়া মোট ১০৭১১টি মামলা থেকে ৯,৪৮৬,৯০৫ টাকা জরিমানা, অনিয়মিত যাত্রীদের কাছ থেকে ৫,২৫,৪৮৫ টাকা জরিমানা এবং বুক না করা লাগেজের জন্য ৯৮৮০ টাকা জরিমানা আদায় করেছেন।

Pintu Das

পিন্টু দাসের এই সাফল্যের পরেই খড়গপুর ডিভিসনের ডিসিএম তাকে ধন্যবাদ জানিয়েছেন। রাকেশ কুমার বলেন, “পিকে দাস প্রায় ৩০৪ দিন কাজ করে ১১ হাজার ৮১৬ জন বিনা টিকিটের যাত্রীদের থেকে এক কোটি ২২ হাজার ২৭০ টাকা আদায় করে দক্ষিণ পূর্ব রেলের খাতায় জমা করেছেন।” তিনি আরও বলেন, “গত বছরের তুলনায় চলতি অর্থবর্ষে এই ডিভিশনে ৪২১ শতাংশ বেশি আয় হয়েছে। পিকে দাসকে আমরা সম্মান জানাচ্ছি।”


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর