বাংলাহান্ট ডেস্ক : সবে সবে শুরু হয়েছে ‘তুই আমার হিরো’। ‘নিম ফুলের মধু’ শেষ হতে না হতেই এই নতুন ধারাবাহিকে (Serial) পা রাখেন অভিনেতা রুবেল দাস। তাঁর বিপরীতে দেখা যাচ্ছে মোহনা মাইতিকে। প্রথম সপ্তাহে বেশ ভালো টিআরপি তুলেছে সিরিয়ালটি। বিপরীতে ‘তেঁতুলপাতা’কে টপকে স্লট লিডারও হয়েছে এই ধারাবাহিক (Serial)।
শুরুতেই ভালো টিআরপি দিচ্ছে তুই আমার হিরো (Serial)
সিরিয়ালের গল্প অনুযায়ী, নায়ক শাক্যজিৎ একজন সুপারস্টার। অনেক স্ট্রাগল করে সে খ্যাতি পেয়েছে। অন্যদিকে আরশি সাধারণ খেটে খাওয়া মেয়ে। কিন্তু গল্পের শুরুতেই শাক্যজিতের (Serial) সঙ্গে বিবাদ লেগে যায় তার। এদিকে আবার শাক্যজিতের বাবার পছন্দ আরশিকে। এমনকি তলে তলে শাক্যজিতের সঙ্গে তার বিয়ের প্ল্যানও করে ফেলেন তার বাবা এবং ঠাকুমা।
প্রকাশ্যে এল নতুন প্রোমো: এবার সামনে এল সিরিয়ালের (Serial) নতুন প্রোমো। সেখানে দেখা গেল, ছবির শুটিং চলছে শাক্যজিতের। বিয়ের দৃশ্য, এদিকে মালাবদলের জন্য পরিচালক মালার খোঁজ করতেই সবার মাথায় হাত। মালা তো আনাই হয়নি। সঙ্গে সঙ্গে দশ মিনিটে মালা আনার দায়িত্ব নেয় আরশি। স্কুটি নিয়ে সটান সে পৌঁছে যায় শ্মশানে। সেখানে রাখা মালা নিয়েই হাজির শুটিংয়ে (Serial)।
আরো পড়ুন : টালিগঞ্জে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে CPM-এর মুখ ‘জুঁই বিশ্বাস’! বিরাট ঘোষণা ব্রিগেড সমাবেশে
কী দেখা গেল প্রোমোতে: কিন্তু সেই মালা দিতে গিয়েই হোঁচট খেয়ে সে পড়ে শাক্যজিতের বুকের উপরে। আরশির ধামাকা আর নায়ক নায়িকার এই দুষ্টু মিষ্টি মুহূর্তে প্রোমো জমে ক্ষীর। আগামীতে পর্বগুলিও (Serial) যে বেশ ভালো হবে তেমনটাই আশা করছেন দর্শকরাও। একজন লিখেছেন, ‘হায় রে কপাল, শেষে কিনা মড়ার মালা নিয়ে এল!’ আরেকজন আবার লিখেছেন, উত্তম কুমারের একটি ছবিতেও নাকি এমন হয়েছিল।
আরো পড়ুন : এবার জমবে খেলা, নতুন রূপে ‘অনুরাগের ছোঁয়া’য় কামব্যাক মিশকার! অন্তঃসত্ত্বা অবস্থাতেই শুট অহনার
প্রসঙ্গত, এই প্রথম একসঙ্গে জুটি বাঁধলেন রুবেল মোহনা। দুজনের মধ্যে বয়সের পার্থক্য যথেষ্ট থাকলেও বেশ ভালোই রসায়ন জমেছে তাঁদের। তবে অনেকে যদিও কটাক্ষ করেছেন, রুবেল মোহনার জুটি নাকি তেমন মানায়নি। যদিও টিআরপি বেশ ভালোই উঠছে প্রথম থেকে।