‘বি গ্রেড, সি গ্রেড শিল্পী’! তৃণমূল সাংসদ সৌগতর কটাক্ষের জবাবে তুলিকার প্রশ্ন ‘আপনি জেড গ্রেডেড তো’?

বাংলা হান্ট ডেস্ক : আরজিকর কান্ডের প্রতিবাদে পথে নামায় টলিউড তারকাদের বেলাগাম আক্রমণ শানালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। এবার তাঁকেই মোক্ষম জবাব দিলেন অভিনেত্রী তুলিকা বসু (Tulika Basu)। আরজিকর কান্ডের জেরে উত্তাল গোটা রাজ্য-সমাজ-রাজনীতি। তিলোত্তমার বিচারের দাবিতে পথে নেমেছেন হাজার হাজার মানুষ।  জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ আন্দোলন এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। সাধারণ মানুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলনে সামিল হয়েছেন বাংলা বিনোদন জগতের একঝাঁক তারকারাও।

সৌগত রায়ের কটাক্ষের জবাবে কি বললেন তুলিকা (Tulika Basu)?

৯ই আগস্ট অভয়ার মর্মান্তিক ঘটনার পর থেকেই প্রতিবাদে সরব হয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি থেকে শুরু করে সুদীপ্তা চক্রবর্তী কিংবা শ্রীলেখা মিত্রের মতো নামীদামী অভিনেত্রীরা। একই সাথে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তুলিকা বসু (Tulika Basu)। ছোট বড়দের পাশাপাশি বড় পর্দাতেও তাঁর (Tulika Basu) অভিনয় গুণে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা।

কিন্তু এবার বিনোদন জগতের এই তারকাদের প্রসঙ্গেই কুরুচিকার মন্তব্য করে বসলেন তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy)। পোড় খাওয়া এই বর্ষীয়ান রাজনীতিবিদই এবার  বিনোদন জগতের তারকাদের আন্দোলন প্রসঙ্গে বেফাঁস মন্তব্য করে বলে বসলেন, ‘টলিউডের বি গ্রেড, সি গ্রেড সব শিল্পী, যাঁরা নায়িকা পর্যন্ত হননি, তাঁরা বিবৃতি দিচ্ছেন। কী যায় আসে? এঁরা তারকা নয়, এঁরা স্টারলেট। স্টার এবং স্টারলেটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই জানা আছে!’

রাজ্যের শাসক দলের বর্ষীয়ান রাজনীতিবিদের এমন মন্তব্য চুপচাপ হজম করতে পারেননি অভিনেত্রী তুলিকা বসু। তাই তৃনমূল সাংসদের কটাক্ষের মোক্ষম জবাব দিতেই গতকাল খুব ভোরেই নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি ভিডিও বার্তা শেয়ার করেছিলেন অভিনেত্রী।

আরও পড়ুন : ‘পদ ফিরে পাবেন..,’ পার্থ মামলায় যা হল হাইকোর্টে! নিয়োগ দুর্নীতিতে অবশেষে ঘুরল মোড়?

সেখানে নাম না করেই সৌগত রায়ের উদ্দেশ্যে চাঁচাছোলা ভাষায় অভিনেত্রী বলেছেন, ‘ভোর সাড়ে চারটে ঘুম থেকে উঠে পড়লাম। সারারাত ছাড়া ছাড়া ঘুমোলাম। বি, সি গ্রেড? বুঝিয়ে দিলেন তো শিক্ষিত আর স্বাক্ষরের মধ্য়ে পার্থক্য আছে। আপনাদের ওখান থেকে অনেকে ফেসবুকে লিখছে খুব উলটো পালটা কথা। ভাবলাম কোথায় ধমক-টমক দেবেন, বোঝাবেন যে এটা সময় নয়। পারলেন না। বি-সি গ্রেড শিল্পীরা? আপনি নয় শুনবেন, নয় দেখবেন না হলে শুনবেন না, দেখবেন না। আপনারা দেখছেন আমরা শুনছি না। বুঝতে পেরে গেছেন না?’

এরপরেই তৃণমূল সাংসদকে ধিক্কার জানিয়েই অভিনেত্রীর পাল্টা প্রশ্ন, ‘এত মানুষ নেমে পড়েছেন সব বি-সি গ্রেডের? কী করে এসেছেন, কী করে থাকেন, সবটা ধরা পড়ে গেছে। আমরা বুঝতে পেরে গেছি। ভয় পাচ্ছেন? সুস্থ থাকুন। বিবেকানন্দের খুব পছন্দের একটা গান আছে না। ‘জুড়াইতে চাই কোথায় জুড়াই…’, গানটা শুনুন। আসলে আপনি জেড গ্রেডেড তো। আপনি বয়স্ক প্রণাম। ছিঃ’।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর