মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বয়ানবাজি করায় দল থেকে বহিষ্কৃত বিজেপি নেতা

বাংলা হান্ট ডেস্কঃ বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের (Nitish Kumar) বিরুদ্ধে বয়ানবাজি করার জন্য বিহারের বিধান পরিষদ টুন্না পাণ্ডেকে (Tunna Pandey) বড়সড় সাজার মুখে পড়তে হল। বিজেপি (Bharatiya Janata Party) টুন্না পাণ্ডেকে দল থেকে বহিষ্কৃত করেছে। বিহার বিজেপির সভাপতি সঞ্জয় জয়সওয়াল এই কথা জানিয়েছেন। তিনি জানান, টুন্না পাণ্ডে পার্টি লাইনের বাইরে গিয়ে বয়ানবাজি করেন বলে ওনাকে এই সাজা দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিজেপির তরফ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ‘টুন্না পাণ্ডে দলের অনুশাসনের বিরুদ্ধে বয়ান দিয়েছিলেন। আর এই কারণে ওনাকে দলের অনুশাসন সমিতির সভাপতি বিনয় সিংহ শো-কজ করেছিলেন। শো-কজের পরেও তিনি আবারও পার্টি লাইনের বাইরে গিয়ে বয়ানবাজি করেন। এরথেকে বোঝা যায় যে, তিনি নিজেকে দলের আইনশৃঙ্খলার উপরে ভাবেন। আর এই কারণেই ওনাকে দল থেকে বহিষ্কৃত করা হয়েছে।”

 


Koushik Dutta

সম্পর্কিত খবর