বাংলা হান্ট ডেস্ক : এবার আতংবাদি মোকাবেলায় বিশ্ব যেন একজোট হয়েছে। কাঠের পুতুল ও যখন হাঁ করে না। সে হাঁ করাতে বাধ্য করেছে ভারত। বিষয়টা কোন দিকে ইঙ্গিত করা হচ্ছে সেটা হয়তো অনেক বুদ্ধিজীবীদের অজানা থাকতে পারে।ইসলামিক দেশ তুর্কী বিশ্বজুড়ে উৎপাত শুরু করেছে। আতংবাদি কে প্রশ্রয় দিচ্ছে মুহুর্মুহু। শান্তির পরিবেশকে নষ্ট করে তুর্কী সিরিয়ার উপর লাগাতার আক্রমন করছে। তুর্কী সেই কুর্দ লড়াকুদের উপর আক্রমণ করছে যারা আই এস দমনে সবথেকে বড়ো ভূমিকা পালন করেছিল। ভারত ও অনেকদিন হলো বলে আসছে তুর্কীদের এই অশালীন আচরণের কথা।
ভারত তুর্কীর এহেন আচরণের কড়া নিন্দা করে সংযত করার কথা বলেছে। আগের সপ্তাহে তুর্কীর রাষ্ট্রপতি বলেছিলেন, আমেরিকা তদের ছাড় দিয়েছে সিরিয়ার সেনা পাঠানোর। এই মন্তব্যের পরেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তুর্কীকে পাল্টা ধমক দেন। এরপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সাথে তুর্কির একটা ঠান্ডা লড়াই চলে আসছে। ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি তুর্কী সিরিয়ায় সীমা পার করে তবে তাদের অর্থনীতি ধ্বংস করে দেবে আমেরিকা।ইসলামিক দেশ তুর্কী বিশ্বজুড়ে উৎপাত শুরু করেছে। শান্তির পরিবেশকে নষ্ট করে তুর্কী সিরিয়ার উপর লাগাতার আক্রমন করছে। তুর্কী সেই কুর্দ লড়াকুদের উপর আক্রমণ করছে যারা IS দমনে সবথেকে বড়ো ভূমিকা পালন করেছিল। ভারত তুর্কীর এহেন আচরণের কড়া নিন্দা করে সংযত করার কথা বলেছে। আগের সপ্তাহে তুর্কীর রাষ্ট্রপতি বলেছিলেন, আমেরিকা তদের ছাড় দিয়েছে সিরিয়ার সেনা পাঠানোর। এই মন্তব্যের পরেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প তুর্কীকে পাল্টা ধমক দেন। ডোনাল্ড ট্রাম্পের সাথে তুর্কি সম্পর্ক অনেকটাই ক্ষত পূর্ণ হতে থাকে আমেরিকা বিশ্বের শক্তিশালী দেশ কিন্তু জানেনা তোকে যে তারা কার সাথে লড়াইয়ে নেমেছে ডোনাল্ড ট্রাম্প বলেন, যদি তুর্কী সিরিয়ায় সীমা পার করে তবে তাদের অর্থনীতি ধ্বংস করে দেবে আমেরিকা।