তুরস্কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ১৫ জন অনুপ্রবেশকারীর

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব তুরস্কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল প্রায় ১৫ জন অনুপ্রবেশকারীর। আহত প্রায় ২০ জন।

জানা গিয়েছে সাধারণত ওই রকম একটি যাত্রীবাহী বাসে ১৭ থেকে ১৮ জনের বসার সিট থাকে। সেই জায়গায় ওই বাসে প্রায় ৬৭ জন যাত্রী ছিল।

মনে করা হচ্ছে যাত্রীদের সংখ্যা বেশি থাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারায় ১৫ জন। আহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা।আহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, বাসটি থেকে অনেকে পড়ে যায়। মনে করা হচ্ছে নিহতদের মধ্যে পাকিস্তান বাংলাদেশ ও আফগানিস্তানের নাগরিক থাকতে পারে।

সম্পর্কিত খবর

X