উত্তাল পশ্চিমী দুনিয়া,সমস্যায় জর্জরিত পাকিস্তানের অন্তিম বন্ধু তুরস্ক!

 

বাংলা হান্ট ডেস্ক : পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কের জটিলতা গোটা বিশ্বের কাছে নতুন কিছু নয়। কিন্তু কিছু দশক আগেই পাকিস্তান যেভাবে ভারতের উপর সন্ত্রাসবাদি হামলা চালিয়েছিল তাতে ভারত অনেকটাই ব্যাকফুটে থেকে লড়াই করছিল। বর্তমান সরকারের আমলে একের পর এক এয়ার স্ট্রাইক এবং পাকিস্তানের ঘরের মাটিতে ঢুকে তাদের নাজেহাল পর্যদুস্ত করবার ঘটনায় কোণঠাসা পাকিস্তান। পাকিস্তানের পক্ষে যখন কোন আন্তর্জাতিক স্তরের প্রথম সারির দেশগুলো নেই দ্বিতীয় সারির ও তৃতীয় সারির দেশগুলোর পিছুটান দিয়েছে তখন একমাত্র অন্ধের যষ্টি হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। কিন্তু তারাও নিজেদের দেশকে সামলাতে বেশামাল পশ্চিমী দুনিয়ার একের পর এক ঘটনায় তারা এখন জর্জরিত।

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা পশ্চিমা হুমকি-ধমকিতে বন্ধ হবে না। তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এই অভিযান বন্ধ করতে পারবে না।

Tayyip Erdogan 750x369 750x369 1
, অস্ত্র অবরোধের ব্যাপার নিয়ে তিনি বুধবার জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এরদোগান বলেন, “আমি তাকে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেছি। আমি তাকে এও বলেছি যে, আমরা সত্যিকার অর্থে মিত্র নাকি নাকি আমাকে না জানিয়েই কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে ন্যাটো জোটে গ্রহণ করা হয়েছে?

সম্পর্কিত খবর