বদলে গেল তুরস্ক দেশের নাম, বড় ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট

বাংলাহান্ট ডেস্ক : বদলাতে চলছে তুরস্কের নাম। এমনটাই ঘোষণা করলেন সে দেশের প্রেসিডেন্ট তথা নিজেকে বিশ্বে ইসলাম ধর্মের সর্বশ্রেষ্ঠ প্রবক্তা হিসেবে দাবি করা রিসেপ তাইয়্যেপ এরদোগান। তুরস্কের ইংরাজি নাম তুর্কি (Turkey) থেকে বদলে হতে চলেছে তুর্কিয়ে (Turkiye)। এখন থেকে সমস্ত ব্যবসা বাণিজ্য, আন্তর্জাতিক প্রতিষ্ঠান এবং কূটনীতির ক্ষেত্রে ব্যবহৃত হবে এই তুর্কিয়ে নাম।এই মাসের শুরুর দিকেই এরদোগান একটি বিবৃতি জারি করে ঘোষণা করেছিলেন যে দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত নাম তুর্কি থেকে পরিবর্তন করে তুর্কিয়ে করা হচ্ছে। তিনি আরও জানিয়েছিলেন যে, তুর্কিয়ে শব্দটি তুর্কি জাতির সংস্কৃতি, সভ্যতা এবং মূল্যবোধকে সর্বোত্তমভাবে প্রতিফলিত করে।

তুর্কি ভাষায় তুরস্ককে তুর্কিয়ে বলা হয়। ১৯২৩ সালে স্বাধীনতা লাভের পর থেকেই দেশের অন্দরে তুর্কিয়ে নামে পরিচিত হয় দেশটি। বছরের পর বছর ধরেই ইউরোপীয় দেশগুলি এই দেশটিকে অটোমান সাম্রাজ্য এবং তারপর তুর্কিয়ে নামেই সম্বোধন করেছে। কিন্তু পরবর্তীকালে এই নামটি তুর্কিতে বদলে যায় এবং আন্তর্জাতিক ভাবে সেটিই নথিবদ্ধ হয়। ‘Turkey’ নামের একটি পাখিও রয়েছে যেটিকে মাংসের জন্য প্রতিপালন করা হয়ে থাকে। ফলে তুর্কি শব্দটি নিজস্বতা হারিয়ে ফেলে। তাই এবার নিজের দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং ইতিহাসকে ফেরাতে নাম বদলের পথে তুর্কি।

   

কোনো দেশের নাম পরিবর্তন করা কোনো অস্বাভাবিক বা নতুন ঘটনা নয়। দেশের নাম দেশের ভাবমূর্তি এবং অন্যান্য ব্র‍্যান্ডিং এর সঙ্গে জড়িয়ে থাকে। তাই দেশগুলি নিজেদের নামের সঙ্গে জড়িয়ে থাকা বাঁধাধরা চিন্তাভাবনা ঝেড়ে ফেলতে, ভাবমূর্তি ইতিবাচক করতে বা রাজনৈতিক সুবিধা পেতে নাম পরিবর্তন করে থাকে। কখনও কখনও কোনো দেশের অন্ধকারময় ইতিহাস তাদের নামের সঙ্গে জড়িয়ে থাকে। কিন্তু আধুনিক যুগে আন্তর্জাতিক ভাবে নিজেদেরকে উন্নত করলেও পুরোনো নামের কারণে গোটা বিশ্ব কেবল দেশটির পুরোনো পরিচয়টিকেই মনে রাখে। সেই কারণেই এই ভাবমূর্তি থেকে বেরোতে চেয়েও নাম পরিবর্তন করে দেশগুলি। সাম্প্রতিককালে বিশ্বজুড়ে বহু দেশ, রাজ্য এবং শহরই তাদের নাম পরিবর্তন করেছে।

সম্প্রতি বিশ্বের নিজের পুরোনো ভাবমূর্তি ঢাকা দিতে হল্যান্ড নামটি বাদ দিয়েছে নেদারল্যান্ডস। গ্রিসের সঙ্গে রাজনৈতিক বিরোধীতার কারণেই ম্যাসিডোনিয়া নিজেদের নাম পরিবর্তন করে উত্তর ম্যাসিডোনিয়া করে নিয়েছিল। ১৯৩৫ সালে পারস্য নাম পরিবর্তন করে ইরান করা হয়। ফার্সি ভাষায় ইরান মানে পার্সিয়ান। পারস্য শব্দটি শুধুমাত্র পাশ্চাত্য দেশগুলিতেই ব্যবহৃত হত।

সেই কারণেই মনে করা হয়েছিল যে দেশটিকে স্থানীয় নামেই ডাকা উচিত, বহিরাগতদের দেওয়া নামে নয়। একই রকম ভাবে নাম বদলেছে ভারতের একাধিক শহরও। ক্যালকাটার বদলে কলকাতা, মাদ্রাজের বদলে চেন্নাই, বোম্বাইয়ের বদল মুম্বাই ইত্যাদি। এই বদলগুলির প্রতিটি ক্ষেত্রেই স্থানীয় মানুষের আবেগ জড়িয়ে ছিল।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর