ভারতকে কোভিড ত্রাণ পাঠাল কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলা তুর্কি, কি চাইছে এরদোগান! বলা মুশকিল

বাংলাহান্ট ডেস্কঃ সংকটকালে চিকিৎসা সামগ্রী নিয়ে বুধবার ভারতের (india) মাটি স্পর্শ করল তুরস্কের (turkey) সেনা বিমান। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সমর্থন করে, ভূস্বর্গকে ভারতের প্রতিবেশি শত্রু দেশ পাকিস্তানের অংশ বলে দাবি করা তুরস্কের থেকে সাহায্য পেয়ে কিছুটা সংশয়ে রয়েছে ভারত।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতকে সাহায্যের জন্য এগিয়ে এসেছিল বিভিন্ন প্রতিবেশ দেশ থেকে শুরু করে বন্ধু দেশ সমূহ। চিকিৎসা সামগ্রী থেকে শুরু করে আর্থিক সাহায্য, বহির্বিশ্বের বিভিন্ন দেশ সাহায্য করেছে ভারতকে। এবার সেই তালিকায় নাম জুড়ল তুরস্কের।

https://twitter.com/tcsavunma/status/1397249868838707210

কাশ্মীর ইস্যুতে যে দেশ একাধিকবার রাষ্ট্রসংঘে পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে কোণঠাসা করেছে, এমনকি কাশ্মীরকে পাকিস্তানের অংশ বলে দাবি করেছে, আজকের দিনে সেই দেশ ভারতের সাহাযার্থে এগিয়ে আসায় কেমন যেন একটা রহস্য দানা বাঁধছে।

জানা গিয়েছে, তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানের নির্দেশেই গত মঙ্গলার চিকিৎসা সরঞ্জাম নিয়ে তুরস্কের সেনাবাহিনীর দুটি বিমান ভারতের উদ্দেশে রওনা হয়। সেই বিমান গত বুধবার নয়া দিল্লীতে পৌঁছায়। এই বিমানে ৫০টি ভেন্টিলেটর, ৫০ হাজার বাক্স ওষুধ এবং ৬৩০ টি অক্সিজেন টিউব, ৫ টি অক্সিজেন জেনারেটর ছিল। যা ভারতের এই সংকটের দিনে খুবই উপকারী।

এবিষয়ে তুর্কি প্রেসিডেন্টে কার্যালয়ের মুখপাত্র ইব্রাহিম খলিল জানিয়েছেন, ‘করোনা মোকাবিলায় বিশ্বের সমস্ত দেশকে সাহায্য করছে তুরস্ক। এই কঠিন সময়ে ভারতের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই গর্বিত’।

তুরস্কের থেকে সাহায্য পেয়ে ধন্যবাদ জানিয়েছে ভারতও। বিদেশ মন্ত্রালয়ের পক্ষ থেকে ট্যুইটে জানানাও হয়েছে, ‘তুরস্ক থেকে আসা এই সাহায্যের ধন্যবাদ জানাই। তুরস্কের সরকারের কাছ থেকে এই সাহায্যের জন্য অনেক ধন্যবাদ’।

Smita Hari

সম্পর্কিত খবর