ভারতীয় মুসলিমদের নিয়ে টুইট বিশ্বজয়ী ফুটবলার ওজিলের, তুললেন গণতন্ত্র নিয়ে প্রশ্ন!

বাংলা হান্ট নিউজ ডেস্ক: প্রাক্তন রিয়াল মাদ্রিদ এবং আর্সেনাল মিডফিল্ডার মেসুত ওজিল সম্প্রতি উঠে এসেছেন শিরোনামে। তবে এবার নিজের ফুটবলশৈলীর জন্য নয়, নিজের একটি টুইটের কারণে আলোচনায় তিনি। ভারতে সহিংসতার ঘটনার পরিপ্রেক্ষিতে এই টুইটটি করেছেন তিনি এবং সেই টুইটে ভারতীয় মুসলমানদের জন্য প্রার্থনা করার কথা বলছে। এই টুইটের পর সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে তাকে ঘিরে। বিশাল সংখ্যক নেটিজেন তার প্রশংসা করেছেন, আবার অনেকে এই টুইটটিকে তার একচোখামি বলে গণ্য করেছেন।

গত বুধবার রাত ৯টার দিকে মেসুত ওজিল একটি টুইট করেন। এর সঙ্গে দিল্লির জামা মসজিদের একটি ছবিও পোস্ট করেছেন তিনি। এই টুইটে ওজিল লিখেছেন, “লাইলাত আল কদরের পবিত্র রাতে আমাদের ভারতীয় মুসলিম ভাই ও বোনদের নিরাপত্তা ও সুস্থতার জন্য প্রার্থনা করছি। এই বিব্রতকর পরিস্থিতি সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দিন! বিশ্বের তথাকথিত বৃহত্তম গণতন্ত্রে মানবাধিকারের কী রক্ষিত হচ্ছে?”

এই টুইটের মাধ্যমে, ওজিল ভারতে মুসলমানদের খারাপ অবস্থার দিকে ইঙ্গিত করেছেন বলে জানা গেছে। মেসুত ওজিল প্রায়ই সারা বিশ্বের মুসলমানদের উপর অত্যাচারের বিরুদ্ধে সরব হন। এর আগে ২০১৯ সালে, ওজিল চীনে মুসলমানদের উপর নৃশংসতার বিরুদ্ধে নিজের আওয়াজ তুলেছিলেন। বর্তমানে এই টুইটটি ৯০ হাজারের বেশি লাইক এবং ১০ হাজারেরও বেশি বার রিটুইট হয়েছে। যদিও টুইটটিকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া পাচ্ছেন ওজিল। একজন নেটিজেন তার টুইটের প্রত্যুত্তরে লিখেছেন, “এই ফুটবলারকে দল থেকে বাদ দেওয়ার জন্য আমি আর্সেনালের কাছে কৃতজ্ঞ।” একজন নেটিজেন প্রশ্ন তুলে বলেছেন, “যখন বাংলাদেশ কিংবা পাকিস্তানে হিন্দু মন্দির ভাঙা হয়, তখন আপনার টুইট দেখা যায় না কেন!”

মেসুত ওজিল বংশগত ভাবে মূলত তুর্কি, কিন্তু জার্মানিতে তার বড় হয়ে ওঠার কারণে তিনি নিজেকে জার্মান বলেই পরিচয় দেন। ২০০৯ সালে, তিনি জার্মানির হয়ে ফুটবলে আত্মপ্রকাশ করেন এবং নিজের সময়ের সেরা প্লে-মেকার হিসাবে পরিচিত হন। ২০১০ বিশ্বকাপ ২০১২ ইউরো কাপে ওজিল যৌথভাবে ওই টুর্নামেন্ট গুলির শীর্ষ এসিস্টদাতা ফুটবলার হয়েছিলেন। জার্মানির হয়ে তিনি ২০১৪ বিশ্বকাপ জিতেছিলেন। রিয়াল মাদ্রিদে খেলার সময় মাঠের মধ্যে বল পায়ে তার এবং পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মধ্যে বোঝাপড়া অবাক করতো ফুটবল বিশ্বকে। এরপর নানান বিতর্কের মধ্যে জড়িয়ে এবং মাঠে ফর্ম হারিয়ে নিজের ফুটবল জীবনকে সর্বাঙ্গসুন্দর করে তুলতে ব্যর্থ হন ওজিল। গতবছর আর্সেনাল ছাড়ার পর বর্তমানে তিনি তুরস্কের ক্লাব ‘ফেনারব্যাচ’-এর হয়ে খেলেন। লিওনেল মেসির পর ফুটবল ইতিহাসে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ এসিস্টের মালিক। এই তালিকায় তার পরেই রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


Reetabrata Deb

সম্পর্কিত খবর