বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই দেশজুড়ে বৈদ্যুতিক যানবাহনের (Electric Vehicles) চাহিদা ক্রমশ বাড়ছে। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে স্কুটার, বাইক এবং গাড়িও। কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এবং চাহিদার ওপর ভর করে এবার ইলেকট্রিক বাইসাইকেলও (Electric Bicycle) উপলব্ধ হয়েছে। এমনিতেই সাইকেল দ্বারা ভ্রমণ শুধুমাত্র স্বাস্থ্যের জন্যই ভালো নয়! পাশাপাশি, এটি দূষণও ছড়ায় না। এমতাবস্থায়, ইলেকট্রিক বাইসাইকেল সামনে আসায় স্বাভাবিকভাবেই সেটির প্রতি আকৃষ্ট হচ্ছেন সবাই।
এমন পরিস্থিতিতে, আপনি যদি সাইকেল চালানো পছন্দ করেন এবং দীর্ঘ সময় ধরে ফিট থাকতে চান, তাহলে আপনি আপনার সাধারণ সাইকেলটিই বৈদ্যুতিক সাইকেলে পরিবর্তন করতে পারেন। শুধু তাই নয়, ওই সাইকেলে আপনি চাইলেই মোটর ব্যবহার না করেও সেটি চালাতে পারেন। আবার ইচ্ছে হলে শুধুমাত্র একটি বোতাম টিপেই মোটরসাইকেলের গতিতে সাইকেলটি চালানো সম্ভব।
এই কিটটি সাইকেলকে সুপারফাস্ট করে তুলবে: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, আপনার সাইকেলকে সুপারফাস্ট টু হুইলারে রূপান্তরিত করা কিটটির নাম হল ALTER 24V Chain Drive Bicycle CONVERSATION KIT Electric Conversation KIT। এই বিশেষ কিটটি একটি সাধারণ বাইসাইকেলকে বৈদ্যুতিক বাইসাইকেলে রূপান্তরিত করে। এমতাবস্থায়, আপনি এই কিটটি ই-কমার্স ওয়েবসাইট Amazon থেকে কিনতে পারেন। যার দাম পড়বে ৫,৯৯০ টাকা। সাইকেলে এই যন্ত্রটি বসানো খুবই সহজ। পাশাপাশি, এতে ব্যাটারির সুবিধাও পাওয়া যায়।
এমতাবস্থায় সাইকেলে এই যন্ত্র বসানোর পর বিদ্যুতের সাহায্যে চার্জ করা হয়। যা একবার চার্জ করলে খুব সহজেই ৩০ থেকে ৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এইভাবে, Alter 24V কিট ব্যবহার করে, আপনি আপনার সাধারণ বাইসাইকেলটিকে বৈদ্যুতিক বাইসাইকেলে রূপান্তর করতে পারেন। শুধু তাই নয়, এই কিটটিকে সাইকেলে রাখার পর আপনি এটিকে সাধারণ মোডেও চালাতে পারবেন।
কি কি পাবেন এই কিটে: এই কিটে আপনি পাবেন ই-বাইকের 24V 250W DC গিয়ার মোটর, 24V 250W মোটর কন্ট্রোলার, লিড অ্যাসিড ব্যাটারি চার্জার, থ্রটল সেট, লেট লাইট সহ ইনবিল্ট হর্ন, ব্রেক লিভার, মাউন্টিং প্লেট, সাইকেল চেন এবং একটি ফ্রি হুইল। উল্লেখ্য যে, কিটটিতে আসা মোটরটি ওয়াটারপ্রুফ এবং সেটিতে ৬ মাসের ওয়ারেন্টি থাকে। যদিও, এটির জন্য আপনাকে আলাদাভাবে ব্যাটারি নিতে হবে।