IPL-এ তৈরি হলো ইতিহাস! প্রথম ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে রায়ডুর জায়গা নিলেন তুষার দেশপান্ডে

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএলে তৈরি হলো ইতিহাস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৬ তম সংস্করণের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের হয়ে টুর্নামেন্টের প্রথম ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামলেন তুষার দেশপান্ডে। এতদিনে ইম্প্যাক্ট প্লেয়ার এর নিয়ম সম্পর্কে সকলে জেনে গিয়েছেন। অনেকটা ফুটবলের সাবস্টিটিউশন এর মতই এই নিয়ম। শুধুমাত্র আইপিএলে এই নিয়ম বলছে যে এই ইম্প্যাক্ট প্লেয়ার কে হতে হবে একজন স্বদেশী প্লেয়ার, যদি না দলে চার জনের কম বিদেশি থাকে। আইপিএলে দলে চারজনের কম বিদেশি থাকলে সেক্ষেত্রে একজন বিদেশি ক্রিকেটার কেউ ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো যাবে।

চেন্নাই সুপার কিংস আম্বাতি রায়ডুর বদলে এই মুম্বাইয়ের মিডিয়াম পেসারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে এনেছেন। তবে এবার রায়ডু আর বাকি ম্যাচে মাঠে নামতে পারবেন না। আইপিএলে একেবারে অনভিজ্ঞ নন তুষার দেশপান্ডে। এর আগে দিল্লি ক্যাপিটালসের হয়ে কিছু ম্যাচ খেলেছেন তিনি। তবে নিজের প্রথম ওভারে ঋদ্ধিমানের আক্রমণের সামনে এসে ১৪ রান খরচ করেছেন তিনি আজ।

 

X