বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহের মাঝেই উত্তরপ্রদেশের (Uttar Pradesh) তুষার সিং(Tushar Singh) সিবিএসই (Central Board of Secondary Education) দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় দারুণ সাফল্য লাভ করেছে। মেধা তালিকার প্রথমেই নাম রয়েছে তুষার সিংয়ের। ১০০ শতাংশ নম্বর পেয়ে এবারের সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরের তুষার।
কোন রকম প্রাইভেট টিউটর ছাড়াই প্রথম হয়ে প্রথমে নিজেই বিশ্বাস করতে পারে্নি তুষার। আর্টস স্ট্রিম নিয়ে পড়াশুনা করেছিল তুষার। তাঁর প্রাপ্ত নম্বরের তালিকায় ইংরাজী, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এবং শারীরিক শিক্ষা সবেতেই ১০০-য় ১০০ পেয়েছে সে।
উচ্চমাধ্যমিকে দারুণ সাফল্য লাভ করে তুষার জানিয়েছে, দিল্লী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস অনার্স নিয়ে স্নাতক তয়ে চান তিনি। এরপর আইএস পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে চান। দিনের মধ্যে মাত্র ৭ ঘণ্টা পড়তেন তুষার। তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে তাঁর বাবা মায়ের আশির্বাদ, একথা জানালেন তুষার।
তুষারের মতো লখনউয়ের দিব্যশী জৈনও সিবিএসই দ্বাদশ পরীক্ষায় সম্পূর্ণ নম্বর পেয়েছে। ইউপির রাজধানী লখনউয়ের লখনউয়ের নবযুগ রেডিয়েন্স স্কুলের ছাত্র দিব্যশী জৈন ৬০০ এর মধ্যে ৬০০ ই পেয়েছে। তিনি জানিয়েছেন, তাঁর এই সাফল্যের পেছনে রয়েছে, অদম্য মনোবল এবং ভয় না পেয়ে এগিয়ে যাওয়া।