একঘেয়েমির দিন শেষ, এবার লোকাল ট্রেনে সফরেও মিলবে দেদার আনন্দ, দেখা যাবে টিভিও

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে চালু করা রবীন্দ্র সংগীতের পর এবার নয়া ভাবনা রেলের (rail) কর্তৃপক্ষের। এবার থেকে শুধু গান শোনা নয়, টিভি দেখতে পারবেন লোকাল ট্রেনের যাত্রীরা। যাত্রাকালের একঘেয়েমিতা দূর করতে ইতিমধ্যেই সাধারণ মানুষের ট্রেন যাত্রাকে আনন্দময় করে তুলতে, রেলের কামরায় বাজানো হচ্ছিল রবীন্দ্র সংগীত। এবার থেকে টিভি চালানোর ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ।

করোনা আবহে অন্যান্য বিভাগের মত রেলেরও অনেক ক্ষতি হয়েছে। সেই ক্ষতিপূরণের জন্য এবার এক নয়া পদক্ষেপ রেল কর্তৃপক্ষের। প্রথমে লোকাল ট্রেনে শুধুমাত্র সওয়ারের পরিষেবা পেতেন যাত্রীরা। কিন্তু তারপর রেল কর্তৃপক্ষের উদ্যোগে মেট্রোর ধাঁচে রেলের কামরায় প্ল্যাটফর্মের নাম ঘোষণা করা শুরু হল।

বেশ কয়েকবছর ধরে এই বিশেষ পরিষেবা পাচ্ছেন লোকাল ট্রেন যাত্রীরা। তবে সম্প্রতি করোনা আবহে আর একটি নতুন পরিষেবা চালু করা হয় লোকাল ট্রেনে। যাত্রাকালে প্ল্যাটফর্মের নাম ঘোষণার মাঝে বাজানো হচ্ছিল রবীন্দ্র সংগীত। যে কোন মাধ্যমে যাত্রাকালে কানে যদি একটু গান আসে, তাহলে যাত্রীর মনটা অনেকটাই ভালো হয়ে যায়। তাই ট্রেনের কামরায় রবীন্দ্র সংগীত বাজানো হয়।

তবে ট্রেনের কামরায় যাত্রীদের আনন্দ দেওয়ার জন্য বিজ্ঞাপনবিহীন অডিও সিস্টেম বাজানো হলেও, রেলের ভাঁড়ারে কিছু আয়ের বদলে উল্টে ব্যয় বেশি হচ্ছিল। তাই এবার এক নয়া পন্থা বের করল রেল কর্তৃপক্ষ। এর ফলে এক ঢিলে দুই পাখিই মারা যাবে। রেলের কামরায় টিভি চালানোর ব্যবস্থা করলে, একাধারে মানুষের সামনে সামাজিক বার্তা তুলে ধরা যাবে, আবার বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে আয়ও হবে রেলের।

রেলের এই নয়া ভাবনার বিষয়ে হাওড়ার ডিআরএম মণীশ জৈন জানিয়েছেন, ‘আগামী ৩-৪ মাসের মধ্যেই হাওড়া ডিভিশনের লোকাল ট্রেনের কামরায় টিভির দেখা মিলবে। প্রি রেকর্ডেড বিষয় প্রচার করা হবে এবং তা চালক ও গার্ডের কামরা থেকে নিয়ন্ত্রিত হবে। এই মাধ্যমে যাত্রীদের বিনোদনও হবে এবং কিছুটা অর্থ আয়ও হবে’।

X