রোজ ৩০ মিনিট করে চালাতেই হবে ‘জাতীয়তাবাদী’ অনুষ্ঠান, টেলিভিশন নিয়ে নয়া নীতি সরকারের

বাংলাহান্ট ডেস্ক : জাতীয় স্বার্থে বা জনস্বার্থে কাজে লাগে এমন কোনও অনুষ্ঠান দিনে অন্তত ৩০ মিনিট সম্প্রচার করতেই হবে চ্যানেলগুলিকে। কেন্দ্রের তরফ থেকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলিকে দেওয়া হল নতুন গাইডলাইন। সেই গাইডলাইনে পরিস্কার ভাবে কেন্দ্রে তরফ থেকে জানানো হয়েছে টেলিভিশন চ্যানেলগুলি সম্প্রচারের জন্য যে ‘এয়ারওয়েভ’ ব্যবহার করে সেটি আসলে সরকারি সম্পত্তি। সেটি যাতে দেশের কাজে লাগে সেই দিকে নজর রাখা উচিত।

তথ্য ও সম্প্রচার মন্ত্রক বুধবার টেলিভিশন চ্যানেলের আপলিংকিং এবং ডাউনলিংকিং সম্পর্কিত নতুন গাইডলাইন প্রকাশ করেছে। গত বুধবার থেকেই এই নয়া গাইডলাইন কার্যকর করা হয়েছে। কিন্তু জাতীয়তাবাদী অনুষ্ঠান বাধ্যতামূলকভাবে সম্প্রচার করার নিয়ম এখনই কার্যকর হচ্ছে না। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, টিভি চ্যানেলগুলিকে পর্যাপ্ত সময় দেওয়া হবে এই ধরনের অনুষ্ঠান তৈরি করার জন্য।

তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব অপূর্ব চন্দ্র জানান, সবার সাথে এই বিষয়ে আলোচনা করার পরই সিদ্ধান্ত কার্যকর করা হবে। মন্ত্রকের পক্ষ থেকে ঠিক করে দেওয়া হবে কোন সময় ওই ধরনের অনুষ্ঠান সম্প্রচার করতে হবে। অর্থাৎ এর থেকে স্পষ্ট কেন্দ্রের ঠিক করে দেওয়ার নিয়ম মতোই টেলিভিশন চ্যানেলগুলিকে জাতীয়তাবাদী অনুষ্ঠান সম্প্রচার করতে হবে।

Smart TV

কেন্দ্রের পক্ষ থেকে এই জাতীয়তাবাদী অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে, গ্রাম ও গ্রাম কল্যাণ, নারী কল্যাণ, শিক্ষা, পরিবেশ ও সংস্কৃতি সম্পর্কিত অনুষ্ঠান সম্প্রচার করা যাবে। কেন্দ্রীয় তরফ থেকে বলা হয়েছে এই নিয়ম বাধ্যতামূলক করা হলে প্রত্যেকটি টেলিভিশন চ্যানেলগুলোর উপর নজরদারি চালানো হবে। যদি কোনওরকম অনিয়ম চোখে পড়ে তাহলে সংশ্লিষ্ট চ্যানেলকে তার জন্য জবাবদিহি করতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর