‘যদি ভাবে BJP-র ভয়ে মুসলিমরা TMC-কে ভোট দেবে, তাহলে ভুল করছে’, অভিষেককে কড়া আক্রমণ ত্বহার

বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে ত্বহা সিদ্দিকি (Twaha Siddiqui)! রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যে রাজ্য জুড়ে জোর কদমে চলছে প্রস্তুতি। এই আবহেই এবার তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা করে বিস্ফোরক ফুরফুরা শরিফের পীরজাদা।

ঠিক কী বললেন ত্বহা সিদ্দিকি? এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে সরাসরি নিশানা করে ত্বহা সিদ্দিকি বলেন, ‘অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, রাজনীতিতে আছেন ঠিক আছে। অভিষেক যদি মনে করেন, বিজেপির ভয়ে মুসলিমরা তৃণমূলকে ভোট দেবে, তাহলে ভুল করছেন।’

এখানেই থেমে যাননি পীরজাদা। এরপর আসন্ন পঞ্চায়েত নির্বাচনের কথা মাথায় রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়কে শক্ত হাতে লাগাম ধরার পরামর্শও দেন তিনি। ত্বহা বলেন, ‘পঞ্চায়েত নির্বাচনের আগে বাংলাকে নতুন ভাবে সাজাতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে।’

তিনি আরও বলেন, “বাংলার মানুষের গুনগুনানি শুনছি আমি, এইসব জিনিস গুলো অভিষেকই করছে। অভিষেক বাচ্চা ছেলে মমতা বন্দোপাধ্যায়ের কাছে। ” এদিকে ত্বহা সিদ্দিকির এই মন্তব্যের পরই পাল্টা মুখ খুলেছেন তৃণমূলের রাজ্যের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। পীরজাদাকে উদ্দেশ্য করে কুণাল বলেন, ‘কথায় কথায় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেককে ভয় দেখানো বাঞ্ছনীয় নয়।’

Twaha Siddiqu, mamata banerjee
Twaha Siddiqui, mamata banerjee

প্রসঙ্গত, গতকালও রাজনীতি নিয়ে মন্তব্য করেন ত্বহা। বলেন, ‘৩৪ বছরের সরকার এক গ্লাস জলের ব্যবস্থা করেনি। এই সরকার এসে অনেক করেছে। যদি বলি এই সরকার কিচ্ছু করেনি, তাহলে আমাদের মতো বেইমান আর কেউ নেই। আর যদি ওরা বলে সব করে দিয়েছে তাহলে ওদের মতো বেইমান আর কেউ নেই। এই সরকার যতটা দরকার ততটা না করলেও অনেকটা করেছে, অনেক করেছে।’


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর