রিল লাইফের ‘বারান্দা ক‍্যাফে’ এখনো দাঁড়ায়নি, রিয়েলেই স্বামীকে নিয়ে ‘অটোওয়ালা’ ক‍্যাফে খুললেন ত্বরিতা

বাংলাহান্ট ডেস্ক: রিল ও রিয়েল লাইফ মিলে গেল ত্বরিতা চট্টোপাধ‍্যায়ের (twarita chatterjee)। ক‍্যামেরার সামনে ক‍্যাফে দাঁড় করানোর প্রাণপণ চেষ্টা চলছে। এদিকে ক‍্যামেরার পেছনে স্বামী সৌরভ বন্দ‍্যোপাধ‍্যায়কে সঙ্গে নিয়ে সত‍্যি সত‍্যিই ক‍্যাফে খুলে ফেললেন ত্বরিতা। ‘কড়ি খেলা’ সিরিয়ালে শুভ্রার চরিত্রে অভিনয় করছেন তিনি। সেখানেও চলছে পারমিতার ‘বারান্দা ক‍্যাফে’ তৈরির তোড়জোড়। সেখানকার ক‍্যাফে এখনো ঠিকঠাক শুরু না হলেও বাস্তবে অভিনেত্রীর ক‍্যাফে কিন্তু ইতিমধ‍্যেই পসার জমিয়ে ফেলেছে।

দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে সৌরভ ত্বরিতার ক‍্যাফের নাম ‘পকেটফ্রেন্ডলি অটোওয়ালা’। নামেই রয়েছে পরিচয়। কম খরচে গন্তব‍্যে পৌঁছানোর সর্বোৎকৃষ্ট মাধ‍্যম অটো। সেই ভাবনা থেকেই এই ক‍্যাফের অবতারণা। নামের সঙ্গে সাদৃশ‍্য রেখেই তৈরি হয়েছে ক‍্যাফের সাজ থেকে খাবারের দাম সবকিছুই।

IMG 20211120 163845
অটোর থিমে সেজে উঠেছে ক‍্যাফে। হলুদ সবুজ রঙে রাঙানো অন্দরসজ্জা। অটোর টায়ার এবং বিভিন্ন যন্ত্রাংশ দিয়ে সাজানো হয়েছে ভেতরের দেওয়াল। টায়ারে হলুদ রঙ করে তৈরি হয়েছে চেয়ার ও টেবিল। হাল ফ‍্যাশনের ক‍্যাফেগুলির মতো এখানেও দু রকম বসার ব‍্যবস্থা করা হয়েছে, বাইরে খোলা হাওয়ায় এবং ভেতরে। ক‍্যাফের ভাবনা ত্বরিতার এবং লোগোটি ডিজাইন করেছেন সৌরভ। অভিনেত্রীর এক বন্ধুর সঙ্গে যৌথ উদ‍্যোগে শুরু হয়েছে ক‍্যাফে। উদ্বোধনে এসেছিলেন মদন মিত্র থেকে সন্দীপ্তা সেন সহ অনেক পরিচিত মুখই।

https://www.instagram.com/p/CWTxX_Wh0S5/?utm_medium=copy_link

খাবারের মেনুতেও রাখা হয়েছে কম দাম। থাকছে স‍্যান্ডউইচ থেকে মোমো, বিভিন্ন রকম স‍্যালাড থেকে নানান ধরনের অমলেট, ম‍্যাগি, মুখরোচক স্ন‍্যাক্স এবং কম্বো খাবারের ব‍্যবস্থাও। পাশাপাশি চা, কফি এবং মিষ্টি মুখের বন্দোবস্তও রয়েছে মেনুতে। খাবারের দাম শুরু হচ্ছে ৩০ টাকা থেকে, সর্বোচ্চ দাম ২৫০ টাকা। ক‍্যাফে খোলা থাকছে সকাল ১০ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত।

https://www.instagram.com/p/CWTx-Z6BXKC/?utm_medium=copy_link

ত্বরিতা জানান, দাম কম থাকা সত্ত্বেও খাবারের স্বাদ এবং পরিমাণে যাতে কোনো আপোস না করা হয় সেদিকে বিশেষ ভাবে নজর রাখা হবে। সব মিলিয়ে সস্তায় পুষ্টিকর ক‍্যাফে খুঁজলে আপনার হ‍্যাংআউটের জন‍্য প্রিয় জায়গা হয়ে উঠতেই পারে ‘পকেটফ্রেন্ডলি অটোওয়ালা’।


Niranjana Nag

সম্পর্কিত খবর