পরপর দুই মেয়ের জন্ম, সয়েছেন পরিবারের কটুক্তি, ছোট থেকেই লড়াই করে সফল হয়েছেন বাবা হারা ত্বরিতা

বাংলাহান্ট ডেস্ক : ত্বরিতা চট্টোপাধ্যায় (Twarita Chatterjee), ছোটপর্দার অতি পরিচিত মুখ। বিবাহসূত্রে মহানায়ক উত্তম কুমারের পরিবারের সঙ্গে যোগসূত্র রয়েছে তাঁর। তরুণ কুমারের নাতবউ ত্বরিতা, সৌরভ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। তবে সবার আগে ত্বরিতার পরিচয়, তিনি একজন অভিনেত্রী। ছোটপর্দার দীর্ঘদিনের সদস্য ত্বরিতা (Twarita Chatterjee)। অভিনয়ের আগে করেছেন মডেলিংও। কিন্তু কীভাবে আসা তাঁর এই জগতে?

ছোট থেকেই লড়াই করেছেন ত্বরিতা (Twarita Chatterjee)

উত্তর কলকাতার এক বনেদি পরিবারের মেয়ে ত্বরিতা (Twarita Chatterjee)। তারকা সন্তান না হলে অভিনেতা অভিনেত্রীদের জীবনে সাধারণত স্ট্রাগলের অধ্যায় থাকেই। ত্বরিতার (Twarita Chatterjee) ক্ষেত্রে সেটা শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। জোশ টকস এর মঞ্চে একবার নিজের ব্যক্তিগত জীবন এবং কেরিয়ার নিয়ে অনেক অজানা কথা শেয়ার করেছিলেন তিনি। জানিয়েছিলেন, কীভাবে ছোট থেকেই মেয়ে বলে কোণঠাসা করার চেষ্টা করা হত তাঁকে।

আরো পড়ুন : নিজের হাতে সাজিয়েছেন পতৌদি প্যালেস, তবু শর্মিলার একটি ছবিও রাখা নেই সেখানে! কেন?

মেয়ে হয়ে জন্মানোয় সয়েছেন কটাক্ষ

ত্বরিতা (Twarita Chatterjee) জানিয়েছিলেন, তাঁর যখন জন্ম হয় তখন পরিবারের সদস্যদের থেকেই অনেক কথা শুনতে হয়েছিল তাঁর মাকে। কারণ পরপর দুবার কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। ত্বরিতার জন্মে খুশি হননি তাঁর পরিবারের সদস্যরা। তবে তাঁর বাবা কখনোই দূরে সরিয়ে দেননি তাঁদের। কিন্তু বাবার আদর বেশিদিন পাননি ত্বরিতা (Twarita Chatterjee)। তাঁর যখন ৯-১০ বছর বয়স তখনই বাবাকে হারান তিনি। শুরু হয় নতুন লড়াই। ত্বরিতা জানান, তাঁর পরিবারের লোকজন মিলে তাঁকে, তাঁর মা এবং দিদিকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ত্বরিতার মা শক্ত থাকায় তাঁদের সেই প্রচেষ্টা সফল হয়নি। মায়ের পাশে দাঁড়াতে ছোট থেকেই সুর চড়াতে শিখেছিলেন ত্বরিতা।

আরো পড়ুন : জন্মদিনের পরেই খুনের হুমকি! সলমনের জন্যই বিপদে শাহরুখ? তদন্তে ফাঁস ভয়ঙ্কর তথ্য!

অভিনয়ে কীভাবে আসলেন তিনি?

ত্বরিতার (Twarita Chatterjee) যখন ১৭-১৮ বছর বয়স সে সময়ে তাঁর কাছে আসে একটি অফার। একটি নামী ম্যাগাজিনের হাত ধরে শুরু হয় তাঁর মডেলিং কেরিয়ার। ফের পরিবারের দিক দিয়ে উড়ে আসতে থাকে কটুক্তি, কটাক্ষ। এসব শুনে শুনে তাঁর মা-ও আপত্তি করতে শুরু করেন। এমনকি একটি হিট সিরিয়ালের নায়িকা হওয়ার প্রস্তাব পেলেও তা ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিলেন ত্বরিতা (Twarita Chatterjee)। হিরোইনের বদলে অন্য ভালো চরিত্র দেওয়ার আর্জি জানিয়েছিলেন। এভাবেই শুরু হয় তাঁর অভিনয় কেরিয়ার। তবে ত্বরিতার মা একটাই শর্ত দিয়েছিলেন, এমএসসি কমপ্লিট করতে হবে তাঁকে।

Twarita Chatterjee

মায়ের কথা রেখেছিলেন ত্বরিতা। একুশ বাইশ ঘন্টা শুটিং করে, রাতে পড়াশোনা করে পাশ করেছেন এমএসসি। অনেকেই জানেন না, বড়পর্দাতেও সুযোগ পেয়েছিলেন ত্বরিতা। পাঁচটি ছবিতে নায়িকা হিসেবে অভিনয় করার সুযোগ পেলেও আচমকা পাঁচটি প্রোজেক্টই বন্ধ হয়ে যায় তাঁর। কেরিয়ারের ওই কঠিন সময়ে আবার ছোটপর্দাতেই ফেরেন তিনি। না, টেলিভিশন তাঁকে ফেরায়নি। এখানে থেকেই জনপ্রিয়তা পান ত্বরিতা। বর্তমানে অভিনেত্রীর পাশাপাশি একজন ডায়েটিশিয়ানও তিনি। একটি ক্যাফে এবং অনলাইন ডিজাইনার হাউজও রয়েছে তাঁর। ত্বরিতা জানান, একসময় যে পরিবারের সদস্যরা তাঁকে কটাক্ষ করতেন, আজ তাঁরাই তাঁকে নিজেদের পরিচিত বলে দাবি করেন।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর