বিয়ের পর প্রথম হোলি, জা দেবলীনাকে সঙ্গে নিয়েই বাইকে চেপে বসলেন ত্বরিতা! ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বছরের শুরুতেই সাত পাকে বাঁধা পড়েছেন ত্বরিতা চ‍্যাটার্জি (twarita chatterjee) ও সৌরভ ব‍্যানার্জি (sourav banerjee)। ধুমধাম করে এক্কেবারে বাঙালি কায়দায় বিয়ের পিঁড়িতে বসেন ত্বরিতা সৌরভ। চোখ ধাঁধানো রিসেপশনেও বসেছিল চাঁদের হাট। সেজেগুজে আসর জমিয়ে রেখেছিলেন তারকা জুটি।

বিয়ের পর এই প্রথম বার একসঙ্গে হোলি খেললেন ত্বরিতা সৌরভ। তাঁদের সঙ্গী হয়েছিলেন উত্তম কুমারের নাতি ও নাতবৌ গৌরব চ‍্যাটার্জি ও দেবলীনা কুমার (devlina kumar)। দুই জা মিলে পরিবারের সকলের সঙ্গে চুটিয়ে হোলি খেললেন। সেই সব হুল্লোড়ের ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ত্বরিতা।


হোলির দিন সাদা পোশাকে সেজেছিলেন সকলে। সাদা ড্রেসে দেখা গেল ত্বরিতাকে। স্ত্রীর সঙ্গে ম‍্যাচ করে সাদা পাঞ্জাবিতে তাক লাগালেন সৌরভ। অপরদিকে সাদা শাড়ি ও রঙচঙে ব্লাউজ পরে দেখা মিলল দেবলীনা কুমারের। দুই জা তে মিলে বাইকেল উপর বসে পোজও দেন দেবলীনা ত্বরিতা।

বিয়ের পরপরই শুটিংয়ের কাজে ব‍্যস্ত হয়ে পড়েন ত্বরিতা সৌরভ দুজনেই। কিছুটা ফাঁক পেতেই তাই কিছুদিন আগে নিজের গ্রামের বাড়িতে ঘুরে আসেন ত্বরিতা। হুগলির কামারপুকুরে অর্থাৎ শ্রীরামকৃষ্ণের জন্মস্থানেই রয়েছে ত্বরিতার গ্রামের বাড়ি।

https://www.instagram.com/p/CNB495ogsBc/?igshid=160vjfkr8o3z4

এর আগেও সৌরভকে সঙ্গে নিয়ে নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন ত্বরিতা। প্রতি বছর দূর্গা পুজোতেই নিজের গ্রামের বাড়িতে যান তিনি। ৩০০ বছরের পুরনো দূর্গাপুজো হয় তাঁর গ্রামের বাড়িতে। ত্বরিতার দাদুর মৃত‍্যুর পর তাঁর জেঠু ও তারপর অভিনেত্রীর মা ও পরিবারের অন‍্যান‍্য সদস‍্যরা সামলান এই দূর্গাপুজোর দায়িত্ব।

https://www.instagram.com/p/CNBzdeCAN1v/?igshid=1mza5sfmfo0mm

অনেকদিন পর গ্রামের বাড়িতে গিয়ে প্রাণ খুলে আনন্দ করেছেন ত্বরিতা। গ্রামের রাস্তায় সাইকেল চালাতেও দেখা গিয়েছে তাঁকে। দিব‍্যি সাবলীল ভাবে সাইকেল চালান ত্বরিতা। সেই ভিডিও নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে শেয়ার করেন ত্বরিতা।

X