মমতা ব্যানার্জীর (Mamata Banerjee) বিরুদ্ধে আরো একবার গর্জে উঠতে দেখা গেল তৃণমূল বিরোধীদের। বিগত দুদিন ধীরে তেলনিপাড়া ঘটনা নিয়ে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে মুখর হওয়ার পর এবার টুইটারেও তেলেনিপাড়ায় হওয়া ঘটনা নিয়ে এবার টুইটারে মমতা সরকারের বিরুদ্ধে ঝড় উঠতে শুরু হয়েছে। টুইটারে মমতা ব্যানার্জীর সরকারকে বরখাস্ত করার দাবি জানিয়ে ট্রেন্ড শুরু হয়েছে। তবে এসমস্তকিছু বিজেপির তরফে করা হচ্ছে বলে অনেকে দাবি করেছেন।
পশ্চিমবঙ্গের হুগলি জেলায় গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে বলে বিগত ২ দিন ধরে খবর আসছিল। যা নিয়ে বিজেপির তরফ থেকে বেশ চর্চাও দেখা মিলেছিল। হুগলী জেলার তেলনিপাড়া এলকায় কট্টরপন্থীরা দুরন্ত সংঘর্ষ চলেছে বলে জানা গেছে। যার জেরে এখন টুইটারে পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জীর সরকারকে বরখাস্ত করার দাবি উঠেছে। মমতা সরকার বরখাস্ত করো এই দাবি জানিয়ে বর্তমানে টুইটারে প্রায় ১ লক্ষের বেশি টুইট করা হয়েছে।
https://twitter.com/Satyanewshi/status/1260560647810580480?s=19
তেলনিপাড়ায় কট্টরপন্থীরা যে উপদ্রব চালিয়েছে তা ইরাক ও সিরিয়ার সন্ত্রাসের কথা মনে পড়িয়ে দিয়েছে। যে এলকায় ঘটনাটি ঘটেছে সেখানের সাংসদ বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী। বিজেপির তরফ থেকে বলা হয়েছে, বেছে বেছে হিন্দুদের বাড়ি ঘরে হামলা চালানো হয়েছে।
টুইটারে অনেকে বলেছেন বাংলাকে বাঁচাতে হলে, হিন্দুদের বাঁচাতে হলে মমতার সরকারকে বরখাস্ত করতে হবে। কেউ আবার ঘটনার ভাইরাল ভিডিও শেয়ার করে বলেছেন মমতা ব্যানার্জীর উচিত পদত্যাগ করা।
https://twitter.com/Sadhvi_Prachi/status/1260541728756568065?s=19
বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জী বলেছেন, হিন্দুদের বাড়িতে বোমা ছোড়া হয়েছে এবং এক তরফা আক্রমন করা হয়েছে। কৈলাস বিজয়বর্গীয় বলেছেন প্রশাসন দর্শক হয়ে বসে আছে। মমতা ব্যানার্জীকে প্রশ্নঃ করে কৈলাস বিজয়বর্গীয় বলেছেন এভাবে আর কতদিন চলবে